scorecardresearch
 

Jyotipriya Mallick: 'এবার নতুনরা সামলাক,' ফিরহাদের সুর জ্যোতিপ্রিয়র গলাতেও

‘পার্কিং ফি’ বিতর্ক। আর সেই বিতর্কের পর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, “২৫ বছর ধরে মানুষের সেবা করেছি। এখন বয়স হয়েছে। মানুষ আসবে, মানুষ যাবে। উন্নয়ন থেকে যাবে। আজকের প্রজন্ম সমাজের মাথা হবে। চেতলায় নতুন ফিরহাদ তৈরি হবে।” আর ববি হাকিমের এই মন্তব্যের পরই তৈরি হয়েছে নতুন করে জল্পনা। এবার সেই সুরেই সুর মেলালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বললেন, 'ববি ঠিকই বলেছে। আমি একদম একমত।'

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • ‘পার্কিং ফি’ বিতর্ক। আর সেই বিতর্কের পর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, “২৫ বছর ধরে মানুষের সেবা করেছি।
  • এখন বয়স হয়েছে। মানুষ আসবে, মানুষ যাবে। উন্নয়ন থেকে যাবে।

‘পার্কিং ফি’ বিতর্ক। আর সেই বিতর্কের পর কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, “২৫ বছর ধরে মানুষের সেবা করেছি। এখন বয়স হয়েছে। মানুষ আসবে, মানুষ যাবে। উন্নয়ন থেকে যাবে। আজকের প্রজন্ম সমাজের মাথা হবে। চেতলায় নতুন ফিরহাদ তৈরি হবে।” আর ববি হাকিমের এই মন্তব্যের পরই তৈরি হয়েছে নতুন করে জল্পনা। এবার সেই সুরেই সুর মেলালেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বললেন, 'ববি ঠিকই বলেছে। আমি একদম একমত।'

রবিবার চেতলার একটি অনুষ্ঠান মঞ্চ থেকে ফিরহাদ হাকিম বলেন, “আজকে ২৫ বছর আমি এখানকার কাউন্সিলর। ২৫ বছর আপনাদের সেবা করেছি। নিশ্চিতভাবে বয়স হয়েছে। একটু আগে শ্মশান থেকে আমার এক দাদাকে দেখে এলাম। হয়ত কিছুদিনের মধ্যে আমারও সেই সময় এসে যাবে। কিন্তু মানুষ আসবে, মানুষ যাবে। সমাজ থাকবে, উন্নয়ন থেকে যাবে। নতুন প্রজন্ম সমাজের মাথা হবে। উন্নয়ন করবে। তাঁদের মধ্যে দিয়েই আবার এই চেতলায় একটা ববি হাকিম আসবে।”

রাজনৈতিক মহলের ধারণা, ববি হাকিম যা বলছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি চেতলা অঞ্চলের অভিভাবক। তিনি বলছেন যে, চেতলায় একজন নতুন ফিরহাদ হাকিম তৈরি হবে। তা নিয়ে যদিও বিতর্ক নেই। তবে এই রকম সময়ে ববি হাকিমের এহেন মন্তব্যে কিছুটা হলেও অভিমানের সুর ধরা পড়েছে বলে মনে করছেন রাজনীতিবিদদের একাংশ।

বিষয়টিতে টেলিফোনে 'আজতক বাংলা'কে জ্যোতিপ্রিয় বলেন, 'ববি হাকিম কিছুটা অভিমান করেই হয়ত ওই কথা বলেছে। তবে আমিও ওঁর মতোই দায়িত্ব কমিয়ে দেব। আর আগের মতো শরীর সঙ্গ দেয় না। নতুন প্রজন্মের হাতে দায়িত্ব দিতে হবে। একদিন আমরাও নতুন ছিলাম। নতুনরা না এলে পার্টি এগোতে পারবে না। আমিও দায়িত্ব কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে পার্টির সঙ্গে যুক্ত থাকব।'

Advertisement

ফিরহাদের বয়স এখন প্রায় ৬৪। এই বয়সে রাজনীতি থেকে অবসরের ঘটনা সাধারণত এ দেশে দেখা যায় না। দেশের প্রধানমন্ত্রীর বয়স ৭৩। মুখ্যমন্ত্রী ৭০-এর দিকে এগোচ্ছেন। এই পরিস্থিতিতে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কারণ আসলে কী ?
উত্তরে মন্ত্রী বললেন, 'ওটা বিজেপির কালচার। যতদিন ক্ষমতা পদ আগলে বসে থাকা। তৃণমূলের নয়। আর দায়িত্ব কমিয়ে দেওয়া মানে পার্টির সঙ্গে সম্পর্ক ত্যাগ নয়। সবকিছুতেই থাকব। তবে দায়িত্ব দেওয়া হবে নতুনদের। ইতিমধ্যেই তা করা হচ্ছে।'

সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূল তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবেই কী আপনাদের দায়িত্ব কমছে? প্রশ্নে মন্ত্রী সহাস্য উত্তর, 'বলা যেতে পারে। যেকোনও দলকেই নতুনদের ওপর নির্ভর করে এগিয়ে যেতে হয়। না হলে দল থমকে যাবে। আমরা যতদিন ক্ষমতায় থাকব, ততদিন পদ আগলে রাখব, এই পদ্ধতিতে বিশ্বাসী নই। নতুন তৃণমূলে নতুন মুখ থাকবে।'

ওয়াকিবহাল মহলের যুক্তি, পার্কিং ইস্যুতে খোদ মন্ত্রী ঘনিষ্ঠ মহলে বলেছেন যা ঘটেছে তা ‘অনভিপ্রেত’। পার্কিং ফি বাড়ানো নিয়ে খোদ মুখ্য়মন্ত্রী তাঁর সঙ্গে আলাদাভাবে কথা বলতে পারতেন। যা তিনি সরাসরি না বলেও, প্রশ্ন তুলে বলেছেন, এই বিষয়টিকে কেন সংবাদ মাধ্যমের সামনে আনা হল? তবে শুধু পার্কিং ইস্যু নয়, এমনকী সাগরদিঘির শোচনীয় পরাজয়েও দলেরই কেউ-কেউ ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন বলে সূত্র মারফত খবর। সেই কারণে তিনি আরও বেশি অভিমানী হয়ে পড়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। 

বিষয়টিতে জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, 'কোনও কারণে ববির বিষয়টা খারাপ লেগে থাকতে পারে। তবে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় কোনও অভিমান নেই। আমিও চাই দায়িত্ব কমিয়ে দলের পাশে থাকতে। এখন আর আগের মতো ডোর টু ডোর করতে পারি না। বয়স হচ্ছে। আগের মতো কর্মক্ষমতা নেই। কষ্ট হয়। তৃণমূলে নতুনরা এগিয়ে আসছে। সেইসব ছেলেমেয়েরাই দলটাকে এগিয়ে নিয়ে যাবে।'

আরও পড়ুন-Firhad Hakim Controversy: তৃণমূলে অভিমানী মমতা ঘনিষ্ঠ ফিরহাদ! একের পর এক ঘটনায় কীসের ইঙ্গিত?

 

 

Advertisement