scorecardresearch
 

Priyadarshini Mallick: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব মন্ত্রী জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শিনী

বুধবার প্রিয়দর্শিনীকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে নিয়োগ করা হয়। তাঁর আগে এই পদে ছিলেন তাপস কুমার মুখোপাধ্যায়। আগামী ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। তবে তার আগেই পদ ছেড়ে দেন তিনি। তাঁর জায়গায় বুধবার প্রিয়দর্শিনীকে নিযুক্ত করা হয়েছে। 

Advertisement
বনমন্ত্রীর মেয়ে নয়া সচিব বনমন্ত্রীর মেয়ে নয়া সচিব
হাইলাইটস
  • উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব হলেন প্রিয়দর্শিনী মল্লিক। আশুতোষ কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।

Priyadarshini Mallick: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব হলেন প্রিয়দর্শিনী মল্লিক। আশুতোষ কলেজের মাইক্রো বায়োলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। প্রিয়দর্শিনীর অপর পরিচয়, তিনি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। এমনিতেই রাজ্যে শিক্ষায় দুর্নীতি নিয়ে সরব বিরোধীরা। তার মধ্যে এহেন সিদ্ধান্তের ফলে জলঘোলা আরও বাড়তে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

বুধবার প্রিয়দর্শিনীকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে নিয়োগ করা হয়। তাঁর আগে এই পদে ছিলেন তাপস কুমার মুখোপাধ্যায়। আগামী ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। তবে তার আগেই পদ ছেড়ে দেন তিনি। তাঁর জায়গায় বুধবার প্রিয়দর্শিনীকে নিযুক্ত করা হয়েছে। 
 
আগামী বছর ১৬ ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক। তার ৬ মাস বাকি থাকতেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হিসাবে তাঁকে নিয়োগ করা হল। 

এর আগেও অবশ্য উচ্চশিক্ষা সংসদে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন প্রিয়দর্শিনী। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা সংসদের গভর্নিং বডির সদস্য ছিলেন। ধ্রুবচাঁদ হালদার কলেজের সঙ্গে যুক্ত ছিলেন।

২০২১ সালে বিজেপি মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ঘিরে বিতর্কের ঝড় ওঠে। তাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলে বিরোধী দল। জ্যোতিপ্রিয়র স্ত্রী মণিদীপা এবং কন্যা প্রিয়দর্শিনীর মল্লিকের বিরুদ্ধেও অভিযোগ তোলে বিজেপি। তাদের দাবি ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক ক্ষমতার অপব্যবহার করে কয়েক কোটি টাকার আর্থিক তছরূপ করেছিলেন। তাঁর  স্ত্রী ও মেয়েও এতে জড়িত বলে দাবি তোলা হয়। 

আরও পড়ুন

Advertisement