scorecardresearch
 

Kojagari Laxmi Puja 2022 Weather Forecast: লক্ষ্মীপুজোতেও বৃষ্টি? রইল আবহাওয়ার পূর্বাভাস

দশমীর পর একদশীর সকালও শুরু হয়েছে কালো মেঘ ও বৃষ্টিকে সঙ্গী করেই। এবার কি লক্ষ্মীপুজোও ভাসবে বৃষ্টিতে? এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে।

Advertisement
লক্ষ্মীপুজোতে কেমন থাকবে আবহাওয়া? জানুন লেটেস্ট আপডেট লক্ষ্মীপুজোতে কেমন থাকবে আবহাওয়া? জানুন লেটেস্ট আপডেট
হাইলাইটস
  • বৃষ্টিতে ভেসেছে পুজো
  • লক্ষ্মীপুজোতে কেমন থাকবে আবহাওয়া?
  • জানুন লেটেস্ট আপডেট

দেবী দুর্গা বিদায় নিলেও বাংলা ছেড়ে এখনও পর্যন্ত বিদায় নেয়নি বৃষ্টি। পুজোরদিনগুলি  কেটেছে  বৃষ্টির আশঙ্কা নিয়েই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির দেখাও পাওয়া গিয়েছে। আবহাওয়াবিদদের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ী , চলতি সপ্তাহ শেষ হলে ধীরে ধীরে বাংলা থেকে বৃষ্টি বিদায় নিতে পারে । তবে তার আগে পর্যন্ত থাকছে বৃষ্টির সম্ভাবনা। দশমীর পর একদশীর সকালও শুরু হয়েছে কালো মেঘ ও বৃষ্টিকে সঙ্গী করেই।  এবার কি লক্ষ্মীপুজোও ভাসবে বৃষ্টিতে? এমন আশঙ্কাই এখন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। 

বৃষ্টিতে ভেসেছে রাজ্যের অধিকাংশ জেলা
দুর্গা পুজোয় এবং ভেসেছে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। এবার পুজোয় যে বৃষ্টি হবে তার পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। সেই পূর্বাভাসকে সত্যি করে সপ্তমীর দিন থেকেই রাজ্যের অধিকাংশ জেলায় বৃষ্টি শুরু হয়। যদিও ঠিক পুজোর শেষ দিন থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করে। তবে  একাদশীতে ফের বৃষ্টি শুরু হয়। এর মাঝেই অবশ্য ঝলমলে রোদেরও দেখা মিলছে। এই পরিস্থিতিতে এখন সকলেরই চিন্তা লক্ষ্মী পুজো নিয়ে। লক্ষ্মী পুজোয় এবার আবহাওয়া কেমন থাকবে তা আগেভাগেই জেনে নিতে চাইছেন সকলে।

লক্ষ্মীপুজোয় কেমন থাকবে আবহাওয়া?
একাদশীর দিন  ভোর থেকে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় কয়েক পশলা হাল্কা বৃষ্টি হয়। পরে বৃষ্টি কমলেও মেঘলা আকাশ ছিল । তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস আপাতত রাজ্যের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আপাতত বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলেও জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া অফিস আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দিয়েছে, তাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৯ অক্টোবর, রবিবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টি। এই পূর্বাভাস দেওয়া হয়েছে  দক্ষিণ ও উত্তর- দুই বঙ্গের জন্যই।

Advertisement

কোন কোন জেলায় বৃষ্টি চলবে?
উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে  আগামী চারদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও একই পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা।  উত্তরের মতো দক্ষিণেও আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে সপ্তাহান্তে কোজাগরী লক্ষ্মীপুজোর দিনও বৃষ্টি কাঁটা থাকবে  বলে আশঙ্কা হাওয়া অফিসের। কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের জন্যও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে, লক্ষ্মীপুজোর দিন অর্থাৎ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে  থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
 

TAGS:
Advertisement