scorecardresearch
 

Abhijit Gangopadhyay-Mamata Banerjee:আরজি কর-কাণ্ডে মমতাকেও জিজ্ঞাসাবাদ করা হোক, CBI-কে চিঠি BJP-র অভিজিতের

আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হোক, এই দাবি জানিয়ে সিবিআই-এর ডিরেক্টরকে চিঠি লিখলেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ধর্ষণ-খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। 'তথ্যপ্রমাণ লোপাটের মূলচক্রী মমতাই', এই অভিযোগ করেছেন অভিজিৎ। 

Advertisement
অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • সিবিআইকে চিঠি অভিজিতের।
  • মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার দাবি।
  • আরজি করকাণ্ডে সরব অভিজিৎ।

আরজি করের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হোক, এই দাবি জানিয়ে সিবিআই-এর ডিরেক্টরকে চিঠি লিখলেন অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ধর্ষণ-খুনের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। 'তথ্যপ্রমাণ লোপাটের মূলচক্রী মমতাই', এই অভিযোগ করেছেন অভিজিৎ। 

আরজি করের ঘটনায় নিহত চিকিৎসকের দেহ যেভাবে দ্রুত সৎকার করা হয়েছে এবং হাসপাতালের ঘর ভাঙার প্রসঙ্গও চিঠিতে তুলে ধরেছেন অভিজিৎ। তিনি লিখেছেন যে, তথ্যপ্রমাণ লোপাটের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ভূমিকা গুরুত্ববপূর্ণ। তিনি পুলিশ এবং স্বাস্থ্যমন্ত্রী। ফলে তাঁর নির্দেশ ছাড়া কিছু সম্ভব নয়। তাই মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন বিজেপি সাংসদ। 

এর আগে, একই দাবি জানিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 

আরও পড়ুন

অন্য দিকে, কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে আজ নবান্ন অভিযানে নামছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ। এই কর্মসূচিকে অনুমতি দেয়নি পুলিশ। নবান্ন অভিযান ঘিরে অশান্তি এড়াতে বাড়তি সতর্ক পুলিশ মহল। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। নবান্ন অভিযানকে সমর্থন জানিয়েছে বিজেপি। 

নবান্ন অভিযানের দিন কোনওরকম অশান্তি এড়াতে বাড়তি তৎপর পুলিশ। লালবাজার সূত্রে খবর, আজ ৬ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হবে। মোট ১৯টি পয়েন্টে থাকবে ব্যারিকেড। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ৫টি অ্যালুমিনিয়াম ব্যারিকেড করা হয়েছে। যে কোনও অশান্তি নিয়ন্ত্রণে করতে কমব্যাট ফোর্স, ব়্যাফ, কিউআরটি, এইচআরএফএস, জলকামান রাখা হচ্ছে।

নবান্ন অভিযান নিয়ে রাজ্যকে সুপ্রিম কোর্টের রায়ের কথা মনে করিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ভিডিয়ো বার্তায় বললেন, 'সুপ্রিম কোর্টের রায়ের কথা মনে করিয়ে দিয়ে বলতে চাই, শান্তিপূর্ণ প্রতিবাদীদের দমন করতে বাংলায় যেন সরকারি ক্ষমতার অপব্যবহার না করা হয়। মনে রাখবেন, গণতন্ত্র মানে নীরব সংখ্যাগরিষ্ঠতা।'
 

Advertisement

Advertisement