West Bengal Weather Update: শুক্রবার পর্যন্ত চলবে বর্ষার বৃষ্টি। রবিবার দুপুরে আলিপুর আবহাওয়া দফতর জানাল, এদিন থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে গোটা দক্ষিণবঙ্গ। মূলত উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিন সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে কলকাতা-সহ একাধিক জেলায়। আকাশ মেঘলা। কখনও রোদ উঠছে, আবার একটু পরেই আকাশ কালো করে বৃষ্টি হচ্ছে। তবে ঝেঁপে বৃষ্টি না হওয়ায় রোদ উঠলেই ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্তিতি তৈরি হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু জায়গায় রবিবার সারাদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। মূলত উপকূলের দিকেই ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ঘূর্ণাবর্তের জেরে আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও আশপাশের এলাকার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতি চলবে শুক্রবার পর্যন্ত।
অন্যদিকে ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। আগামী তিন-চার দিন উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পংয়ের দিকে ভারী বৃষ্টির জেরে ধসও নামতে পারে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে বৃষ্টির জলে ফুঁসছে পাহাড়ি নদীগুলি। এর জেরে বহু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও মনে করা হচ্ছে। ইতিমধ্যে একাধিক জায়গায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
টানা বৃষ্টিতে ডুয়ার্সে গত কয়েকদিন ধরেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিলিগুড়ি পুরনিগমের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি শহর লাগোয়া নীচু এলাকাগুলিও আপাতত জলের নীচে।
অন্যদিকে, ডুবেছে রাজধানী দিল্লি। যমুনার বন্যা বহু রেকর্ড ভেঙে দিয়েছে। দিল্লির বহু এলাকা বন্যার জলে তলিয়ে গেছে। এর মধ্যে লাল কেল্লার এলাকও রয়েছে।