scorecardresearch
 

Kolkata Monsoon Updates: ঘনিয়েছে নিম্নচাপ, কলকাতা-সহ ১৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

কয়েক দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। জেরবার মানুষ। ভারী বর্ষণের কারণে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক এলাকা জলমগ্ন। লোকজন অসুস্থ হয়ে পড়ছেন। পরিস্থিতি ঠিক নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেখানকার জেলাগুলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সেসবের মধ্যেই বৃষ্টির দাপট কিছুটা কমার কথা শোনালো আবহাওয়া দফতর।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • কয়েক দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ।
  • জেরবার মানুষ।
  • ভারী বর্ষণের কারণে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

West Bengal Weather Update: কয়েক দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। জেরবার মানুষ। ভারী বর্ষণের কারণে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক এলাকা জলমগ্ন। লোকজন অসুস্থ হয়ে পড়ছেন। পরিস্থিতি ঠিক নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেখানকার জেলাগুলির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। সেসবের মধ্যেই বৃষ্টির দাপট কিছুটা কমার কথা শোনালো আবহাওয়া দফতর। সোমবার দফতর জানায়, আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তবে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

এদিকে দক্ষিণবঙ্গে উলটপূরাণ! বৃষ্টির নামে ছিটেফোঁটা বললেও নাকি বেশি বলা হয়, চলতি বর্ষায় এই দাবিই করছেন অনেকে। এরমধ্যে একদিন করে বৃষ্টির মেয়াদ বাড়িয়ে চলেছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার দুপুরে দফতর জানিয়েছে, বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে শনিবার পর্যন্ত। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে বৃষ্টি বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।

এদিন, দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কিন্তু আকাশ কালো করে দিনভর দফায় দফায় অঝোরধারা না নামলে গরম কমবে না, এমনটাও জানাচ্ছেন আবহাওয়া অফিসের বিজ্ঞানীরা। তাই এই কখনও মেঘ, কখনও বৃষ্টি চলতে থাকলে অস্বস্তি কমবে না বলেই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে। 

আরও পড়ুন

উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত। বেশ কয়েকটি রাস্তা জলের তলায় ডুবে রয়েছে। নীচু জায়গাগুলি থেকে উঁচু এলাকায় এসে ঠাঁই নিয়েছেন অনেকে। টানা বৃষ্টিতে ডুয়ার্সে গত কয়েকদিন ধরেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শিলিগুড়ি পুরনিগমের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি শহর লাগোয়া নীচু এলাকাগুলিও আপাতত জলের নীচে। অন্যদিকে, ডুবেছে রাজধানী দিল্লি। যমুনার বন্যা বহু রেকর্ড ভেঙে দিয়েছে। দিল্লির বহু এলাকা বন্যার জলে তলিয়ে গেছে। এর মধ্যে লাল কেল্লার এলাকও রয়েছে।

Advertisement

Advertisement