যে বই ছড়ানোর কথা বলে গ্রেফতার হতে হয়েছিল, এবার সেই বইয়ের লেখক দীপক ঘোষের (Dipak Ghosh) বাড়িতে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী (Koustav Bagchi)। কাল বিকেলে তিনি প্রাক্তন আমলা দীপক ঘোষের নদিয়ার হরিণঘাটার বাড়িতে যান। কৌস্তভ ও দীপক ঘোষকে বেশ খানিকক্ষণ কথাবার্তা বলতেও দেখা যায়।
এই বিষয়ে কৌস্তভ বলেন, 'দীপক ঘোষ নিজের বইতে যা লিখেছেন, তার তথ্যসূত্রও দিয়েছেন। তাঁর প্রতিটা কথার যুক্তি আছে। আমার কিছু যুক্তিহীন মনে হয়নি। আমার মনে হয়েছিল এই বইটার জন্য ওনাকে একবার অভিনন্দন জানাব। বইয়ের পিডিএফ সারা বাংলাতে ছড়িয়ে পড়েছে। এখন হার্ড কপির চাহিদা বাড়ছে। বইটা মার্কেটে কম রয়েছে। অনলাইনেও পাওয়া যাচ্ছে না। মানুষ এই বইটা পড়তে চাইছে, জানতে চাইছে, তাদের মধ্যে বইটা নিয়ে কৌতুহল রয়েছে, সেটাই ওনাকে জানলাম।'
তাঁর বাড়িতে কৌস্তভের আসা নিয়ে দীপক ঘোষ বলেন, 'দেখা হল, কথাবার্তা হল। আমি ওকে অভিনন্দন জানালাম। আমার বইটাকে উনি প্রচার দিলেন। বইটার এমনিতেই চাহিদা আছে। সেটা শতগুণ বেড়ে গেল। আমিও তো আইনের ছাত্র। কলকাতা হাইকোর্টে আমিই প্রথম জনস্বার্থ মামলা করেছিলাম। কৌস্তভকে গ্রেফতার বেআইনি কাজ ছিল। যার জবাব বিচারক দিয়ে দিয়েছেন।'
এদিকে, তৃণমূলের তরফে দীপক ঘোষের বাড়িতে কৌস্তভের যাওয়াকে কটাক্ষ করা হয়েছে। তৃণমূল নেতা মদন মিত্র বলেন, 'কাল তো দোল, আমি শুনলাম ওর মাথায় নাকি ঘোল ঢালার জন্য প্রচুর রং গোলা হয়েছে। কে কৌস্তভ, ওই ন্যাড়া কৌস্তভ?'