scorecardresearch
 

Krishak Bondhu Money: কৃষক বন্ধুর টাকা কবে ঢুকছে? দিন জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী

রাজ্যের চাষিভাইদের জন্য সুখবর। তাঁরা খুব শীঘ্রই কৃষক বন্ধুর টাকা পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আলিপুরদুয়ারে একটি জনসভায় জানিয়েছেন যে ১২ ডিসেম্বর কৃষকরা কৃষকবন্ধুর টাকা পেয়ে যাবেন।

Advertisement
Krishak Bondhu Krishak Bondhu
হাইলাইটস
  • ১২ ডিসেম্বর কৃষকরা কৃষকবন্ধুর টাকা পেয়ে যাবেন
  • রবি মরশুমের টাকা পাবেন কৃষকরা

রাজ্যের চাষিভাইদের জন্য সুখবর। তাঁরা খুব শীঘ্রই কৃষক বন্ধুর টাকা পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আলিপুরদুয়ারে একটি জনসভায় জানিয়েছেন যে ১২ ডিসেম্বর কৃষকরা কৃষকবন্ধুর টাকা পেয়ে যাবেন। এই প্রকল্পে রাজ্যে সরকার বছরে ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেয়।

এই প্রকল্প অধীনে থাকা কৃষকরা ৬০ বছরের মধ্যে মারা যান, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন ২ লাখ টাকা আর্থিক সাহায্য দেয় সেই কৃষকের পরিবারকে।

টাকা ঢুকেছে কি না কীভাবে জানবেন? 

আপনি krishakbandhu.net এ গিয়ে কৃষক বন্ধু স্টেটাস চেক করতে পারেন। কৃষকবন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট krishakbandhu.net এ যান। কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে নথিভুক্ত কৃষকদের তথ্যের একটি অপশন পাওয়া যাবে। এই অপশনে ক্লিক করুন। আপনাকে অন্য পেজে নিয়ে যাওয়া হবে। আপনার বৈধ ভোটার আইডি কার্ড নম্বর দিতে হবে ও সার্চ বটনে ক্লিক করতে হবে। যদি Transaction Successfully লেখা দেখা যায় তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করে দেখতে হবে।

আপনি যদি কোনও রেকর্ড খুঁজে না পান, তাহলে আপনাকে আপনার স্টেটাস সম্পর্কে জানতে CSC বা কৃষি সহকারী পরিচালকের অফিসে যেতে হবে। দ্বিতীয় পদ্ধতি: কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কি না তা জানার সব থেকে সহজ উপায় হল ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করা। অথবা আপনার ফোনের মেসেজ বক্স চেক করুন। যদি আপনার ফোনের মেসেজে অথবা অ্যাকাউন্ট স্টেটমেন্ট ২০০০ টাকার ঢোকার মেসেজ আসে তাহলে জানবেন যে কৃষক বন্ধুর টাকা ঢুকেছে।

Advertisement