পুজোর মুখে বৃষ্টিতে ভাসল দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার রাতভর বৃষ্টি হয়েছে। যদিও শুক্রবার সকাল থেকে কলকাতার আকাশে রোদের দেখা পাওয়া গিয়েছে। থেমেছে বৃষ্টি। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। পুজোর সময়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, এখনই বৃষ্টি বিদায় নিচ্ছে না। অন্য দিকে, উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
ভারী বৃষ্টি কোন কোন জেলায়?
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে। তবে ২ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২ অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রির কাছে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যূনতম ৯৫ শতাংশ।
কেমন থাকবে তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।