scorecardresearch
 

Local Train Speed: এবার থেকে ঘণ্টায় ১২০ কিমি বেগে ছুটবে লোকাল ট্রেন, বাংলার কোন শাখায় ?

যাত্রীদের জন্য সুখবর। বাড়তে চলেছে ট্রেনের গতি। ঘণ্টায় এ বার ১২০ কিমি বেগে ছুটবে ট্রেন। ট্রায়াল রানে সর্বাধিক গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ কিমি। গড় গতিবেগ ঘণ্টায় ১১০ কিমি।

Advertisement
প্রতীকী চিত্র। প্রতীকী চিত্র।
হাইলাইটস
  • যাত্রীদের জন্য সুখবর।
  • বাড়তে চলেছে ট্রেনের গতি।
  • ঘণ্টায় এ বার ১২০ কিমি বেগে ছুটবে লোকাল ট্রেন।

তারকেশ্বর লাইনে যাত্রীদের জন্য সুখবর। বাড়তে চলেছে ট্রেনের গতি। ঘণ্টায় এ বার ১২০ কিমি বেগে ছুটবে ট্রেন। ফলে আরামবাগ-শেওড়াফুলি শাখায় যাতায়াতের সময় অনেকটাই কমবে। বুধবার তারকেশ্বর লাইনে তারই ট্রায়াল রান (পরীক্ষামূলক দৌড়) হল। পূর্ব রেল সূত্রে এই খবর জানা গিয়েছে। 

শেওড়াফুলি-আরামবাগ শাখায় ঘণ্টায় ৮০ কিমি বেগে ছোটে লোকাল ট্রেন। ১৫টি স্টেশন অতিক্রম করতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। এ বার ট্রেনের গতিবেগ ঘণ্টায়  ১২০ কিমি হলে অনেক সম সময়েই গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা। রেল সূত্রে খবর, বুধবার দুপুর ২টোয় তারকেশ্বর থেকে চার কামরার একটি ট্রেন পরীক্ষামূলক ভাবে ছাড়া হয়েছিল। ওই ট্রেনটি শেওড়াফুলি পৌঁছয় দুপুর ২টো ২৭ মিনিট। মাত্র ২৭ মিনিটেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে ট্রেনটি। 

ট্রায়াল রানে সর্বাধিক গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ কিমি। গড় গতিবেগ ঘণ্টায় ১১০ কিমি। এই হিসাব মতে রেলের দাবি, শেওড়াফুলি-আরামবাগ লাইনে ১৫টি স্টেশন মাত্র ১ ঘণ্টাতেই যাওয়া যাবে। 

আরও পড়ুন

রেলের মতে, ট্রেনের গতি বাড়লে যাত্রীদেরই সুবিধা হবে। তাঁরা অনেকটা কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন। যদিও নিত্যযাত্রীদের একাংশের বক্তব্য, সঠিক সময়ে ট্রেন চলে না। তাই ট্রেন সময়ে চললেই সুবিধা হবে। তাঁদের মতে, ট্রেনের গতি বাড়ালেও সময়ে না চললে তো কোনও লাভ হবে না। অন্য এক যাত্রীর কথায়,'ট্রেনের গতি বাড়লে তো ভালই হবে। তবে নিরাপত্তার দিকটাও দেখা উচিত। তীব্র গতিতে ট্রেন চালালে যাত্রী সুরক্ষার দিকটা গুরুত্ব দেওয়া হোক।' গতি বাড়লে যাত্রীরাই উপকৃত হবেন বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ। 

বুধবার ওই শাখায় ট্রায়াল রান হয়েছে। তবে নতুন গতিতে ওই শাখায় কবে থেকে ট্রেন চলবে, তা এখনও জানা যায়নি। 

Advertisement

Advertisement