scorecardresearch
 

Lok Sabha Election 2024 West Bengal 6th Phase: ষষ্ঠ দফার ভোট ৮ কেন্দ্রে, কবে-কোন কোন কেন্দ্র? জানুন বিস্তারিত

দেশের গণতন্ত্রের সবথেকে বড় উৎসব লোকসভা নির্বাচন ২০২৪-এর দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। দেশের মোট ৫৪৩টি কেন্দ্রে ৭ দফায় এবারের নির্বাচন হবে। পশ্চিমবঙ্গেও সাত দফায় নির্বাচন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। ১ জুন শেষ দফার ভোট। ৪ জুন হবে ভোটগণনা। বাংলায় মোট ৪২টি কেন্দ্রে লোকসভা নির্বাচন হবে। আপনার কেন্দ্রে কবে ভোট? জানুন বিস্তারিত।

Advertisement
Lok Sabha Election 2024 Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024 West Bengal 6th Phase Date-Constituencies: দেশের গণতন্ত্রের সবথেকে বড় উৎসব লোকসভা নির্বাচন ২০২৪-এর দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। দেশের মোট ৫৪৩টি কেন্দ্রে ৭ দফায় এবারের নির্বাচন হবে। পশ্চিমবঙ্গেও সাত দফায় নির্বাচন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ। ১ জুন শেষ দফার ভোট। ৪ জুন হবে ভোটগণনা। বাংলায় মোট ৪২টি কেন্দ্রে লোকসভা নির্বাচন হবে। আপনার কেন্দ্রে কবে ভোট? জানুন বিস্তারিত।

প্রথম দফায় ৩, দ্বিতীয় দফায় ৩, তৃতীয় দফায় ৪, চতুর্থ দফায় ৮, পঞ্চম দফায় ৭, ষষ্ঠ দফায় ৮ ও সপ্তম দফার ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ষষ্ঠ দফায় মোট ৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। 

ষষ্ঠ দফা (২৫ মে) শনিবার : ঘাটাল, তমলুক, কাঁথি, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুরে ভোটগ্রহণ।

আরও পড়ুন

এছাড়াও, প্রথম দফা (১৯ এপ্রিল) শুক্রবার : কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। 
দ্বিতীয় দফা (২৬ এপ্রিল) শুক্রবার: রায়গঞ্জ, দার্জিলিং, বালুরঘাট। 
তৃতীয় দফা (৭ মে) মঙ্গলবার: মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ।
চতুর্থ দফা (১৩ মে) সোমবার: বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল।
পঞ্চম দফা  (২০ মে) সোমবার: শ্রীরামপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, আরামবাগ।
সপ্তম দফা (১ জুন) শনিবার: কলকাতা, উত্তর, কলকাতা দক্ষিণ, দমদম, বারাসত, ডায়মন্ড হারবার, মথুরাপুর, বসিরহাট,জয়নগর, যাদবপুরে ভোট।

শনিবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার সংবাদ সম্মেলন করেন। বিজ্ঞান ভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। এবারের নির্বাচনে ৯৭ কোটি ভোটার ভোট দেবেন। ১০.৫ লক্ষ ভোট কেন্দ্র থাকবে। দেশজুড়ে ৫৫ লক্ষ ইভিএম ব্যবহার করা হবে। এজন্য দেড় কোটি ভোটগ্রহণ কর্মকর্তা ও নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হবে।
 

Advertisement

Advertisement