scorecardresearch
 

Kharagpur Accident: ভোররাতে খড়গপুরে ফুলের গাড়িতে ধাক্কা সিমেন্ট বোঝাই লরির, মৃত ৬

পশ্চিম মেদিনীপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে ডেবরা টোল প্লাজা থেকে প্রায় এক কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। জায়গার নাম বুড়ামালা বাস স্ট্যান্ড। ঘড়ির কাঁটায় তখন ভোররাত। টাটার পিকআপ ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। লক্ষ্মীপুজো উপলক্ষে তাতে জোরকদমে ফুল তোলার কাজ করছিলেন ফুলচাষি, খালাসিরা। আচমকা পিছন থেকে এসে একটি সিমেন্ট বোঝাই লরি গাড়িটিতে সজোরে ধাক্কা মারে।

Advertisement
জলাজমি থেকে ফুলের ট্রাক তুলতে আনা হয়েছে ক্রেন জলাজমি থেকে ফুলের ট্রাক তুলতে আনা হয়েছে ক্রেন
হাইলাইটস
  • রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ট্রাকে ধাক্কা সিমেন্ট বোঝাই লরির।
  • শনিবার ভোররাতে খড়গপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৬ জনের। আহত বেশ কয়েক জন। 
  • পশ্চিম মেদিনীপুরের ডেবরা টোল প্লাজা থেকে প্রায় এক কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে।

রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ট্রাকে ধাক্কা সিমেন্ট বোঝাই লরির। শনিবার ভোররাতে খড়গপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত ৬। আহত বেশ কয়েক জন। 

পশ্চিম মেদিনীপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে ডেবরা টোল প্লাজা থেকে প্রায় এক কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। জায়গার নাম বুড়ামালা বাস স্ট্যান্ড। ঘড়ির কাঁটায় তখন ভোররাত। টাটার পিকআপ ট্রাকটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। লক্ষ্মীপুজো উপলক্ষে তাতে জোরকদমে ফুল তোলার কাজ করছিলেন ফুলচাষি, খালাসিরা। আচমকা পিছন থেকে এসে একটি সিমেন্ট বোঝাই লরি গাড়িটিতে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় পাশের জলাজমিতে ছিটকে গিয়ে পড়ে পিকআপ ট্রাকটি। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময়ে সেখানে প্রায় ২০-২২ জন ছিলেন। সংঘর্ষের ফলে  ৬ জনের মৃত্যু হয়। বেশ কয়েকজন গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। 

আরও পড়ুন

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। অন্যদিকে উত্তম কুমার বাগ নামে এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তপন সামন্ত নামে আরও এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার কথা বলতে গিয়ে এখনও কেঁপে উঠছেন উত্তম কুমার বাগ। তিনি জানান, ভোর ৩টে নাগাদ গাড়িতে ফুল তোলার কাজ চলছিল। রাস্তার পাশেই পিক আপ ট্রাকটি দাঁড় করানো ছিল। সেই সময়েই সিমেন্ট বোঝাই গাড়িটি সজোরে এসে ধাক্কা মারে। ফুল তোলার পর গাড়িটির কলকাতার দিকে যাওয়ার কথা ছিল। তাঁদের মধ্যে কেউ যেতেন কোলাঘাট, আবার কেউ দেউলিয়া। 

Advertisement