scorecardresearch
 

Rain Forecast Weather: নিম্নচাপের বৃষ্টি কবে থামবে? পুজোয় আবহাওয়ার উন্নতি? বড় আপডেট হাওয়া অফিসের

পুজোর মুখে আকাশের মুখভার। বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। যার জেরে আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহ, মানে পুজোর সপ্তাহে আবহাওয়ার  উন্নতি হতে পারে। 

Advertisement
পুজোয় আবহাওয়ার বদল। পুজোয় আবহাওয়ার বদল।
হাইলাইটস
  • বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ।
  • দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • পুজোয় বদলাবে আবহাওয়া।

পুজোর মুখে আকাশের মুখভার। বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। যার জেরে আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামী সপ্তাহ, মানে পুজোর সপ্তাহে আবহাওয়ার  উন্নতি হতে পারে। 

ফের নিম্নচাপ


 হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় নিম্নচাপ ঘনীভূত হতে পারে। 

আরও পড়ুন


ভারী বৃষ্টি কোন কোন জেলায়?

শুক্রবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহারে। শনিবার আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। 

নিম্নচাপের বৃষ্টি কমবে কবে?

হাওয়া অফিস সূত্রে খবর, রবিবারের পর আবহাওয়ার বদল ঘটতে পারে। রবিবার থেকে বৃষ্টির দাপট কমবে। সেভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তেমন কোনও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

 পুজোয় কি বৃষ্টি হবে? 

আবহাওয়া দফতর জানিয়েছে,  আজ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা নেই। অর্থাৎ, পুজোয় আবহাওয়ার  উন্নতি হবে। সেক্ষেত্রে বৃষ্টি যদিওবা হয় খুবই সামান্য। তবে আদৌ পুজোয় বৃষ্টি হবে কি না, তা এখনও সুস্পষ্ট করে জানা যায়নি। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবারের পর ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। মাঝে মধ্যে হাল্কা বৃষ্টি হতে পারে।

Advertisement

কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.২ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৮০ শতাংশ।

কেমন থাকবে তাপমাত্রা?

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

Advertisement