scorecardresearch
 

Luxury Cruise Service In Digha: দিঘায় লাক্সারি ক্রুজে ভাড়া নামমাত্র, সঙ্গে খাবারও, অনলাইনে কীভাবে বুকিং? রইল

এবার পুজোয় গোয়ার মতো দিঘার সমুদ্রেও নামছে ক্রুজ। পুজোর আগে পর্যটকদের কাছে একটি নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন উন্নয়ন পর্ষদের আধিকারিকেরা। এতদিন পর্যটকরা সৈকত থেকেই সমুদ্রের রূপ উপভোগ করেছেন। এবার প্রমোদতরীতে চেপে সমুদ্রযাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন। নতুন পরিষেবা চালু হয়ে যাচ্ছে পুজোর আগেই। 

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • এবার পুজোয় গোয়ার মতো দিঘার সমুদ্রেও নামছে ক্রুজ।
  • পুজোর আগে পর্যটকদের কাছে একটি নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন উন্নয়ন পর্ষদের আধিকারিকেরা।

এবার পুজোয় গোয়ার মতো দিঘার সমুদ্রেও নামছে ক্রুজ। পুজোর আগে পর্যটকদের কাছে একটি নতুন আকর্ষণ হয়ে উঠবে বলে মনে করছেন উন্নয়ন পর্ষদের আধিকারিকেরা। এতদিন পর্যটকরা সৈকত থেকেই সমুদ্রের রূপ উপভোগ করেছেন। এবার প্রমোদতরীতে চেপে সমুদ্রযাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন। নতুন পরিষেবা চালু হয়ে যাচ্ছে পুজোর আগেই। 

ক্রুজটি দিঘার অদূরে শংকরপুরের ন্যায়কালী মন্দির সংলগ্ন সমুদ্র থেকে ছাড়বে। দিঘা, শংকরপুর, মন্দারমণির পাশাপাশি খাঁড়ি এলাকাগুলিতেও ভ্রমণ করবে জলযানটি। অত্যাধুনিক সুবিধাযুক্ত এই জলযানে রেস্তরাঁর পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। আবার সন্ধের সময় আলোকজ্জ্বল পরিবেশে নাচগানের ব্যবস্থাও থাকবে। সেখানে বাউল-সহ বিভিন্ন লোকসংগীত এবং আধুনিক গান পরিবেশিত হবে। পর্যটকরা সমুদ্রের শোভা দেখতে দেখতে আনন্দ উপভোগ করতে পারবেন। যাত্রাপথে সমুদ্রতীরবর্তী মৎস্যজীবীদের গ্রাম এবং তাঁদের কর্মকাণ্ড দেখার সুযোগ রয়েছে। যাত্রা শেষে ফের ন্যায়কালী মন্দির সংলগ্ন এলাকায় ফিরে আসবে প্রমোদতরীটি।

প্রয়োজনে ছোটখাট অনুষ্ঠান, পার্টি প্রভৃতির জন্য ভাড়া করা যাবে এমভি নিবেদিতা নামে ওই ক্রুজটি। ভাড়া এখনও ঠিক হয়নি, তবে ৭০০-৮০০ টাকার মধ্যেই থাকবে বলে জানিয়েছেন, দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মানসকুমার মণ্ডল। তিনি বলেন, “পুজোর ঠিক আগে যাতে প্রমোদতরীটি চালু করে দেওয়া যায় তার চেষ্টা চলছে। আশা করছি, এই পরিকল্পনা সফল হবে। আপাতত দিঘা থেকেই অফলাইনে টিকিট বুকিং করতে হবে। পরে অনলাইনেও বুকিং চালু করা হবে। ” 

আরও পড়ুন

 

Advertisement