scorecardresearch
 

"দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন...", উত্তরপাড়ায় জমিয়ে দিলেন মদন

গানে-স্লোগানে গোটা অনুষ্ঠান জমিয়ে দেন মদন মিত্র। মদন বলেন, "দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন। দিদি তুমি বাংলার মানুষের লাইফ লাইন।" আরও একটি স্লোগানে তিনি বলেন, "পাবলিক সব বোঝে, মমতার মুখ খোঁজে, রামের দলে টাকার লোভে গদ্দাররা ঢোকে, ও লাভলি"। 

Advertisement
মদন মিত্র মদন মিত্র
হাইলাইটস
  • উত্তরপাড়ায় খোশ মেজাজে মদন মিত্র
  • গাইলেন নতুন গান, দিলেন স্লোগান
  • নাম না করে মোদীর '৫৬ ইঞ্জি ছাতি'কে কটাক্ষ

"আমার কাঁধ ৫৬ ইঞ্চি নয়, তবে না ফোলালে ৪৪ ইঞ্চি, এই কাঁধে গোটা উত্তরপাড়ার (Uttarpara) ছাত্র-যুবর দায়িত্ব নিলাম", হুগলির উত্তরপাড়ায় এক পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে পরোক্ষে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন রোম যখন পুড়ছিল তখন নিরো বাজনা বাজাচ্ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মার্টিন লুথার কিং নয়, নেলসন ম্যান্ডেলা নয়, পন্ডিত জওহরলাল নেহেরু নয়, ইন্দিরা গান্ধী নয়, নরেন্দ্র মোদী নয়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন একেবারে খোশ মেজাজে দেখা যায় মদন মিত্রকে (Madan Mitra)। গানে-স্লোগানে জমিয়ে দেন গোটা অনুষ্ঠান। মদন বলেন, "দিদি তোমার এই বাংলায় আমরা আছি বিন্দাস ফাইন। দিদি তুমি বাংলার মানুষের লাইফ লাইন।" আরও একটি স্লোগানে তিনি বলেন, "পাবলিক সব বোঝে, মমতার মুখ খোঁজে, রামের দলে টাকার লোভে গদ্দাররা ঢোকে, ও লাভলি"। 

প্রসঙ্গত, নিজের পোশাক ও কর্মকাণ্ডের জন্য বরাবরই জনপ্রিয় মদন মিত্র। সম্প্রতি বিভিন্নরকম রঙিন পোশাকেও দেখা যাচ্ছে তাঁকে। কখনও আবার তাঁকে বক্সিং করতে বা সবজি বিক্রি করতেও দেখা গিয়েছে। গতকাল মদন মিত্রকে 'কালারফুল' বলে আখ্যা দিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

 

Advertisement