scorecardresearch
 

RG Kar Protest-Mahalaya: সোদপুরে 'ভোর দখল', ঢাকের তাল-নাচ-প্রোজেক্টরে মহিষাসুরমর্দিনী

Mahaloya Mahamichil Doctors: বিচারের দাবিতে রাত দখল, ভোর দখলের পর এবার মহালয়ায় মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে মহালয়ার দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে। আরজি করের নির্যাতিতার বাড়ি ছিল সোদপুরে। সেই সোদপুরেও মহালয়ায় ভোর দখলের ডাক দেওয়া হয়েছে। সব মিলিয়ে উৎসবের সূচনা পর্বেই রীতিমতো প্রতিবাদের আবহ জারি থাকছে।

Advertisement
মহালয়াতেও জারি প্রতিবাদের আবহ। ফাইল ছবি। মহালয়াতেও জারি প্রতিবাদের আবহ। ফাইল ছবি।
হাইলাইটস
  • জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে মহালয়ার দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে।
  • সোদপুরেও মহালয়ায় ভোর দখলের ডাক দেওয়া হয়েছে।
  • ব মিলিয়ে উৎসবের সূচনা পর্বেই রীতিমতো প্রতিবাদের আবহ জারি থাকছে।

Mahaloya Mahamichil Doctors: বিচারের দাবিতে রাত দখল, ভোর দখলের পর এবার মহালয়ায় মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে মহালয়ার দিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে। আরজি করের নির্যাতিতার বাড়ি ছিল সোদপুরে। সেই সোদপুরেও মহালয়ায় ভোর দখলের ডাক দেওয়া হয়েছে। সব মিলিয়ে উৎসবের সূচনা পর্বেই রীতিমতো প্রতিবাদের আবহ জারি থাকছে।

কলকাতার মিছিল

২ অক্টোবর কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল হবে। বেলা ১টায় এই মিছিল বের হবে। ফলে এই রুটে সাময়িকভাবে কয়েক ঘণ্টার জন্য যান চলাচল বিঘ্নিত হতে পারে। 

আরও পড়ুন

এরপর জুনিয়র ডাক্তারদের মিছিল এসে ধর্মতলায় জড়ো হবে। সেখানে এসে মহাসমাবেশ করবেন তাঁরা। 

সোদপুরে ভোর দখলের ডাক

অন্য়দিকে মহালয়ায় ভোর দখলের ডাক দেওয়া হয়েছে সোদপুরেও। এই নিয়ে একাধিক পোস্টার ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। তাতে ১ অক্টোবর রাত ১০টা থেকে মিছিল, প্রতিবাদ কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। মিছিল এসে পৌঁছাবে সোদপুর ট্রাফিক মোড়ে। সেখানে 'ঢাকের তালে প্রতিবাদ, প্রতিবাদী নৃত্য প্রদর্শন'-এর কর্মসূচি নেওয়া হয়েছে। এর পাশাপাশি সেখানে প্রোজেক্টরের মাধ্যমে বড় পর্দায় মহিষাসুরমর্দিনী দেখানো হবে। উল্লেখ্য, এই সোদপুরেই থাকতেন আরজি করের তরুণী চিকিৎসক। ঘটনার পর থেকেই বারবার নির্যাতিতার বিচারের দাবিতে সোদপুরে বারবার জমায়েত, মিছিল হয়েছে। গত ১৪ অগাস্ট রাত দখলের কর্মসূচিতেও সোদপুরে প্রচুর সাধারণ মানুষ বিচারের দাবিতে জড়ো হয়েছিলেন। 

দেখুন পোস্টার: 

সোদপুরে ভোর দখলের পোস্টার।
সোদপুরে ভোর দখলের পোস্টার।

এদিকে আজ শিয়ালদা থেকে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদী মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চ। সেই মিছিলে সামিল হন কামদুনির মৌসুমী-টুম্পারা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিলে সামিল হন তাঁরা। 

Advertisement

TAGS:
Advertisement