scorecardresearch
 

পঞ্চায়েতে টার্গেট জঙ্গলমহল, ঝাড়গ্রামে মমতা-সুকান্ত, বাঁকুড়ায় শুভেন্দু

মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। ডুমুরজলা হেলিপ্যাড থেকে সরাসরি হেলিকপ্টারে ঝাড়গ্রামের বেলপাহাড়ির হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন তিনি। দুপুর তিনটে নাগাদ যোগ দেবেন বিরসা মুন্ডা জন্মদিনের অনুষ্ঠানে। এদিন ঝাড়গ্রামে রাত্রিবাসও করবেন তিনি। বুধবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার
হাইলাইটস
  • ঝড়াগ্রাম যাচ্ছেন মমতা
  • একই জেলায় থাকছেন সুকান্তও
  • বাঁকুড়ায় ব়্যালি শুভেন্দুর

বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে বেলপাহাড়িতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে আজ ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্ন সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে রওনা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। ডুমুরজলা হেলিপ্যাড থেকে সরাসরি হেলিকপ্টারে ঝাড়গ্রামের বেলপাহাড়ির হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন তিনি। দুপুর তিনটে নাগাদ যোগ দেবেন বিরসা মুন্ডা জন্মদিনের অনুষ্ঠানে। এদিন ঝাড়গ্রামে রাত্রিবাসও করবেন তিনি। বুধবার কলকাতায় ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar) আজ থাকছেন ঝাড়গ্রামে। জেলার গোপীবল্লভপুরে সভা করবেন বিজেপির রাজ্য সভাপতি। এছাড়া আদিবাসী অধ্যুষিত এলাকায় সভা করার পাশাপাশি তফসিলি উপজাতি সমাজের কোনও পরিবারের সঙ্গে এদিন মধ্যাহ্নভোজও সারতে পারেন তিনি।

অন্যদিকে এদিনই বাঁকুড়ার রাইপুরে মিছিল ও পথসভা করার কথা রয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikeri)। হাইকোর্টের অনুমতিতেই আয়োজিত হচ্ছে এই সভা। এর আগে প্রথমে এই সভার অনুমতি দিয়েছিল প্রশাসন। পরে পুলিশের রিপোর্টের ভিত্তিতে ওই অনুমতি দেওয়া যাচ্ছে না বলে তা বাতিল করা হয় প্রশাসনের পক্ষ থেকে। সেই সময় পুলিশের তরফে জানানো হয়, অন্যত্র গুরুত্বপূর্ণ ডিউটি থাকায় ওই নির্দিষ্ট দিনে বিজেপির সভার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা সম্ভব হচ্ছে না। তাছাড়া রাইপুর থানা মাওবাদী অধ্যুষিত এলাকার অন্তর্গত হওয়ায় পর্যাপ্ত বাহিনী ছাড়া সভার ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। সভার জন্য অন্য কোনও দিন এবং স্থান ঠিক করার অনুরোধও জানানো হয়।

এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপির। সোমবার মামলার শুনানিতে বিচারপতি নির্দেশ দেন, বাঁকুড়ার রাইপুরে বিজেপি তাদের কর্মসূচি পালন করতে পারবে। যেহেতু বিরোধী দলনেতা থাকবেন, তাই স্থানীয় পুলিশের সঙ্গে থাকবে CISF। দু'পক্ষকেই পরস্পরকে সহযোগিতা করতে হবে। হাইকোর্টের অনুমতির পরেই জোরকদমে কর্মসূচির আয়োজনে নেমে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা।

Advertisement

প্রসঙ্গত, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্যকে ঘিরে ব্যাপক সরগরম রাজ্য রাজনীতি। তাই মাঝে আজ ঝাড়গ্রামে ও বাঁকুড়ায় থাকছেন মমতা, শুভেন্দু ও সুকান্ত। আর এই দুটি জেলারই একটা বড় অংশের মানুষ আদিবাসী সম্প্রদায়ের। রাজনৈতিকমহল মনে করছে পঞ্চায়েত ভোটের আগে অখিল গিরির মন্তব্যেকে ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে এই তিনজনের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

আরও পড়ুন - কোলেস্টেরল থেকে সুগার, নিয়ন্ত্রণে রাখে তেজপাতার জল, কখন-কীভাবে খাবেন?


 

Advertisement