scorecardresearch
 

Mamata-Aniket Mahato: 'থ্রেট কালচার,' 'নটোরিয়াস ক্রিমিনালস' গলা তুললেন অনিকেত, পাল্টা দিলেন মমতাও

নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। সোমবার নবান্নে দীর্ঘ বৈঠক হয়। সেই বৈঠকেই থ্রেট কালচার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা-অনিকেতের মধ্যে মন্তব্য পাল্টা মন্তব্য উঠে আসে। থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন অনিকেত। বলেন, 'শ্লীলতাহানি থেকে শুরু করে, টাকা আদায় থেকে শুরু করে, হেনস্থা থেকে শুরু করে, পড়ার পরিবেশই ছিল না।'

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় ও অনিকেত মাহাতো। মমতা বন্দ্যোপাধ্যায় ও অনিকেত মাহাতো।
হাইলাইটস
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো।
  • সোমবার নবান্নে দীর্ঘ বৈঠক হয়।
  • থ্রেট কালচার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা-অনিকেতের মধ্যে মন্তব্য পাল্টা মন্তব্য উঠে আসে।

নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিতণ্ডায় জড়ালেন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো। সোমবার নবান্নে দীর্ঘ বৈঠক হয়। সেই বৈঠকেই থ্রেট কালচার প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা-অনিকেতের মধ্যে মন্তব্য পাল্টা মন্তব্য উঠে আসে। থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন অনিকেত। বলেন, 'শ্লীলতাহানি থেকে শুরু করে, টাকা আদায় থেকে শুরু করে, হেনস্থা থেকে শুরু করে, পড়ার পরিবেশই ছিল না...'

সম্প্রতি আরজি করে থ্রেট কালচার নিয়ে অভিযোগের তদন্ত রিপোর্ট পেশ হয়েছে অধ্যক্ষের কাছে। অভিযুক্ত করা হয়েছে ৫৯ জনকে। নবান্নের বৈঠকে ওই প্রসঙ্গ ওঠে। এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'আরজি করে একসঙ্গে ৪৭ জনকে সাসপেন্ড, কেন জানানো হয়নি সরকারকে?...কেন নিজে সিদ্ধান্ত নিয়েছেন, এটা থ্রেট কালচার নয়? এবার থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে কমিটি দেখবে।' এই নিয়ে আরজি করের অধ্যক্ষকে ধমক দেন মমতা। 

এই নিয়ে  নিজেদের মতামত তুলে ধরেন চিকিৎসক অনিকেত। তিনি বলেন, 'আরজি করের ছাত্র হিসাবে বলতে চাই, যে ৫৯ জন বা ৫১ জনের যে কথাই বলুন না কেন ম্যাম...এর মধ্যে যাঁদের বহিষ্কার করা হয়েছে, আমরা তদন্ত কমিটি তৈরি করেই...এই শাস্তির কথা।' পাল্টা মুখ্যমন্ত্রী বলেন, 'সেটা তোমরা নিজেরা করতে পারো না।' পাল্টা অনিকেত বলেন, 'আমরা করিনি ম্যাম, তদন্ত কমিটি করেছে।' এই কথোপকথনের সময় গ্রিভান্স রিড্রেসালের তরফে এক জন বলেন, 'আমরা তদন্ত রিপোর্ট জমা দিয়েছি। তারপরে সেই রিপোর্টের ভিত্তিতে কলেজ কাউন্সিলের মিটিং হয়েছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা যা ইন্টারপ্রিটেশন পেয়েছি, সেটা স্যার, এমএসভিপি, কলেজ কাউন্সিলের সদস্যরা এনএমসি গাইডলাইন মেনে সিদ্ধান্ত নিয়েছেন।'

আরও পড়ুন

এরপরে মুখ্যমন্ত্রী বলেন, 'আপনারা সবকিছু দায়িত্ব মেনে নিয়ে নিজেরা এগুলো করবেন না। সরকার বলে একটা পদার্থ রয়েছে। সিস্টেম বলে একটা জিনিস আছে। আপনারা নিজেরা তদন্ত করে নিলেন...যাঁকে পছন্দ হল, যাঁকে হল না তো হল না।' এই সময় অনিকেত বলেন, 'দে আর নটোরিয়াস ক্রিমিনালস ম্যাম।'  তাঁর সংযোজন, 'পছন্দ, অপছন্দের জায়গা নয়। আমি ক্রিমিনালের পক্ষে থাকব? না ধর্ষকের পক্ষে থাকব? আপনি চাইলে তাঁদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করুন। কলেজ কাউন্সিল যে শাস্তি দিয়েছে, সেটা যদি মনে হয় সঠিক নয়, তা হলে আবার কলেজে নিয়ে আসুন।'  মমতা বলেন, 'আমি ধর্ষকের পক্ষেও নই, ক্রিমিনালের পক্ষেও নই।' অনিকেত বলেন, 'কোথায় অভিযোগ রাখব?'  মুখ্যমন্ত্রী বলেন, 'প্রশাসনে নাক গলাতে পারো না'। পাল্টা অনিকেত বলেন, 'আমি প্রশাসনে নাক গলাচ্ছি  কোথায়! আমি ছাত্র ম্যাম।'

Advertisement

Advertisement