scorecardresearch
 

Mamata Banerjee: 'ফোন পাইনি, কেউ জানায়নি', 'ইন্ডিয়া'র বৈঠকে যাচ্ছেন না মমতা

কোনও আমন্ত্রণ পাননি, তাই ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার, ৬ ডিসেম্বর নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। মমতাকে এবিষয়ে কোনও ফোন করা হয়নি কিংবা আমন্ত্রণও করা হয়নি। সোমবার সন্ধেয় রাজভবন থেকে বেরিয়ে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ওইদিন তিনি উত্তরবঙ্গে প্রশাসনিক কাজে যাবেন বলে জানিয়েছেন।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • কোনও আমন্ত্রণ পাননি, তাই ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
  • আগামী বুধবার, ৬ ডিসেম্বর নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক।

কোনও আমন্ত্রণ পাননি, তাই ইন্ডিয়া জোটের বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার, ৬ ডিসেম্বর নয়াদিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক। মমতাকে এবিষয়ে কোনও ফোন করা হয়নি কিংবা আমন্ত্রণও করা হয়নি। সোমবার সন্ধেয় রাজভবন থেকে বেরিয়ে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ওইদিন তিনি উত্তরবঙ্গে প্রশাসনিক কাজে যাবেন বলে জানিয়েছেন।

এদিন ভিসি নিয়োগ নিয়ে আলোচনা করতে রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে আমন্ত্রণ না পাওয়া নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানান, “আমার কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই। আমাকে ফোনেও কিছু জানানো হয়নি। তাছাড়া আমি তো উত্তরবঙ্গ চলে যাচ্ছি। ৬ তারিখ সন্ধেয় হয়তো পৌঁছব। ওখানে কয়েকদিন থাকব। কিন্তু যদি জানতাম, তাহলে অন্যরকম ভাবে প্রোগ্রাম সাজাতাম।”

বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে বিপুল ভোটে জয় বিজেপির। মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরেছে বিজেপি। সেই দিনই চব্বিশের লক্ষ্যে নিজেদের রোডম্যাপ তৈরি করতে বৈঠকের ডাক দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কিন্তু এদিন সকালে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলে দেন, ‘ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে আমাদের কিছু জানানো হয়নি।’ একই কথা বললেন মমতাও। 

আরও পড়ুন

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরই তৃণমূলের কটাক্ষের মুখে পড়ে কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা খোঁচা দিয়ে বলেন, ‘এই হার মানুষের নয়, কংগ্রেসের হার।’ কটাক্ষের সুর শোনা গিয়েছিল অভিষেকের গলাতেও। বলেন, “পরাজিতদের বলব, ভুল সংশোধন করে পরবর্তী সময়ে আরও শক্তিশালী হয়ে লড়াই করতে হবে।” এমন পরিস্থিতিতে জোট বৈঠকে তৃণমূলকে আমন্ত্রণ না জানানো বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। 

 

Advertisement