scorecardresearch
 

Mamata Banerjee: বিদ্যুতের বিল নিয়ে বেজায় ক্ষুব্ধ মমতা, AC চালানো নিয়েও দিলেন নয়া নির্দেশ

সরকারি দফতরে বাড়তি বিদ্যুতের বিল নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুতের বিল কমাতে এসি চালানো নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেই বৈঠকেই বিদ্যুতের বিল নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তিনি। 

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়।
হাইলাইটস
  • বাড়তি বিদ্যুতের বিল নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বিদ্যুতের বিল কমাতে এসি চালানো নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
  • বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা।

সরকারি দফতরে বাড়তি বিদ্যুতের বিল নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যুতের বিল কমাতে এসি চালানো নিয়ে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেই বৈঠকেই বিদ্যুতের বিল নিয়ে ক্ষোভপ্রকাশ করেন তিনি। 

সূত্রের খবর, প্রশাসনিক বৈঠকে সরকারি দফতরের বিদ্যুতের খরচ নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান যে, ২৬ ডিগ্রির নীচে এসি চালানো যাবে না। পাশাপাশি, প্রতিটি দফতরের মাথায় সোনাল প্যানেল বসানোর পরামর্শও দিয়েছেন তিনি। এদিন বৈঠকে ছিলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু এবং বিভিন্ন দফতরের সচিবরা। 

এসি চালালেও যাতে বিদ্যুৎ সাশ্রয় হয়, সে নিয়ে লোকসভা নির্বাচনের প্রচারে বিশেষ পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পূর্ব বর্ধমানের আউশগ্রামের জনসভায় মমতা বলেছিলেন, 'অনেকে জানেনই না। অনেকে ১৭ ডিগ্রিতে চালান এসি, ১৮ ডিগ্রিতে চালান। বিদ্যুতের এত চাহিদা বাড়ছে। আমি বাইরে থাকলেও ২৭ ডিগ্রির নীচে চালাই না। বিদ্যুৎ সঞ্চয় করুন। ২৫ ডিগ্রির নীচে চালানো ঠিক নয়। বিদ্যুৎ অপচয় করবেন না।'

আরও পড়ুন

অন্য দিকে, এদিনের বৈঠকে কলকাতায় জমি দখল নিয়েও ক্ষোভপ্রকাশ করেন মমতা। ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের তিরস্কার করেছেন মুখ্যমন্ত্রী। সরকার কোনও দুর্নীতির ভাগীদার হবে না বলে মন্তব্য করেছেন মমতা। 

কাটমানি নিয়েও এদিন সরব হয়েছেন মমতা। বলেছেন, 'কিছু কিছু অফিসার টাকা খাচ্ছেন। আমাদের টাকার কোনও প্রয়োজন নেই। পিডব্লিউডি কাজ করছে আর কাটমানি খেয়ে যাচ্ছে।' জল অপচয় নিয়ে এদিন বৈঠকে আলোচনা করেন মমতা। পাশাপাশি, পথশ্রীর কাজ নিয়েও অসন্তোষ করেছেন মুখ্যমন্ত্রী। 

Advertisement