দেশের ৭৫তম স্বাধীনতা (75th Independence Day) দিবস উপলক্ষ্যে গান লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই গানটি নিজের ফেসবুক পেজে শেয়ারও করেছেন মুখ্যমন্ত্রী।
গানটি গেয়েছেন, ইন্দ্রনীল সেন, মনোময় ভট্টাচার্য, তৃষা পাড়ুই এবং দেবজ্যোতি বোস। গানের নাম 'দেশটা সবার নিজের।'
একইসঙ্গে স্বাধীনতা দিবসের সকালে একটি ট্যুইটও করেন মুখ্যমন্ত্রী। ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'সেই সমস্ত শক্তি যারা আমাদের স্বাধীনতা খর্ব করতে চায়, আসুন তাদের বিরুদ্ধে আমরা একসঙ্গে দৃঢ় আওয়াজ তুলি। যাঁরা এই দিনটির জন্য দীর্ঘ লড়াই চালিয়েছিলেন তাঁদের আত্মত্যাগকে আমারা কখনওই ভুলব না।' একইসঙ্গে সবাইকে স্বাধীনতা দিবসের উষ্ণ অভিনন্দনও জানান তিনি।
রেডরোডের অনুষ্ঠান সেরে পুলিশ মেমোরিয়ালে গিয়েও শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে গতকাল থেকেই নিরাপত্তার চাদড়ে মুড়ে ফেলা হয় গোটা রেডরোড চত্ত্বর।