scorecardresearch
 

Maoist Poster Bankura : 'কিষেণজির মৃত্যুর বদলা চাই', বাঁকুড়ায় মাও পোস্টার উদ্ধারে আতঙ্ক

মঙ্গলবার সকালে বাঁকুড়ার সারেঙ্গা থানার গোয়ালবাড়ি এলাকায় মাওবাদী পোস্টার দেখতে পান স্থানীয়রা। পোস্টারে লেখা ছিল 'আমাদের নেতা কিষেণজির মৃত্যুর প্রতিশোধ চাই। বর্তমান সরকারের দুর্নীতিবাজদের বলছি, আপনাদের সময় শেষ। বলহরি, হরিবোল।'

Advertisement
উদ্ধার হওয়া পোস্টার উদ্ধার হওয়া পোস্টার
হাইলাইটস
  • জঙ্গলমহলে ফের উদ্ধার মাও পোস্টার
  • যা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে
  • সারেঙ্গায় উদ্ধার হয়েছে মাওবাদী নামাঙ্কিত পোস্টার

জঙ্গলমহলে ফের উদ্ধার মাও পোস্টার। যা নিয়ে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সারেঙ্গায় উদ্ধার হয়েছে মাওবাদী নামাঙ্কিত পোস্টার। সেই পোস্টারে তৃণমূল নেতাদের হুমকিও দেওয়া হয়েছে। বাংলায় লেখা 'তৃণমূল নেতাদের নিয়ে খেলা হবে।'

মঙ্গলবার সকালে বাঁকুড়ার সারেঙ্গা থানার গোয়ালবাড়ি এলাকায় মাওবাদী পোস্টার দেখতে পান স্থানীয়রা। পোস্টারে লেখা ছিল 'আমাদের নেতা কিষেণজির মৃত্যুর প্রতিশোধ চাই। বর্তমান সরকারের দুর্নীতিবাজদের বলছি, আপনাদের সময় শেষ। বলহরি, হরিবোল।' আর একটি পোস্টারে লেখা রয়েছে, 'খেলা হবে, থাকবে। গেম এবার আমরা TMC নেতাদের সঙ্গে খেলব। বলহরি, হরিবোল।' 

আরও পড়ুন : দিনের কখন তাপপ্রবাহ সর্বোচ্চ? সময় জানিয়ে সতর্কতা

 এদিকে পোস্টারের খবর পেয়ে ঘটনাস্থলে আসে সারেঙ্গা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, পোস্টারগুলো উদ্ধার করা হয়েছে। জেলার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কারা এই পোস্টার লাগিয়েছে তার তদন্ত হবে। 

প্রসঙ্গত, এই প্রথম নয়, তৃণমূল নেতা ও পুলিশকে হুমকি দেওয়ার একাধিক পোস্টার আগেও উদ্ধার হয়েছে জঙ্গলমহলে। ঝাড়গ্রামের চন্দ্রী এলাকায় জখম হয়েছেন এক যুবকও। এর আগে এই বাঁকুড়ারই ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া ফাঁড়ির রামকৃষ্ণ বাজার এবং সারডিহা স্টেশন সংলগ্ন একটি দেওয়ালে মাওবাদীদের দুটি পোস্টার দেখতে পেয়েছিলেন৷ 

 

Advertisement