scorecardresearch
 

Monsoon In Bengal: শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, ভারী বৃষ্টি কোন কোন জেলায়?

রাজ্যে আগামী পাঁচদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার পর্যন্ত মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে এই তিন জেলার বৃষ্টির পরিমাণ কমবে।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • রাজ্যে আগামী পাঁচদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে।
  • আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

রাজ্যে আগামী পাঁচদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার পর্যন্ত মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে এই তিন জেলার বৃষ্টির পরিমাণ কমবে।

উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে সবথেকে বেশি বৃষ্টির আশঙ্কা। 

মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। তবে জেলাগুলিতে আকাশ থাকবে আংশিক মেঘলা। সেই সঙ্গে বাড়বে তাপমাত্রা। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দু-তিন জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলাতেই।

বজ্রবিদ্যুৎ-সহ ও বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন প্রধানত বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দুই- এক জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে, কিছুটা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদীয়া। 

বীরভূম এবং মুর্শিদাবাদের দুই এক  জায়গাতে আগামী দুই দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া অন্যান্য জায়গায় আগামী ৪-৫ দিনে  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন নেই কলকাতা এবং তার পার্শববর্তী এলাকাতে আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি থাকবে। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ ছত্তিশগঢ়ের কাছে অবস্থান করছে। তা ক্রমশ এগোচ্ছে মধ্যপ্রদেশের দিকে।  তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অস্বস্তির মাত্রা বাড়বে। 

Advertisement

TAGS:
Advertisement