scorecardresearch
 

Shatrughna Sinha on Pawan Singh: আসানসোলের BJP প্রার্থী পবন সিংকে চেনেনই না TMC সাংসদ শত্রুঘ্ন সিনহা, আর যা জানালেন তিনি

আসানসোল থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে ভোজপুরি 'ললিপপ' খ্যাত গায়ক পবন সিংকে। আজ বাংলার ২০টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এদিকে এই কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তাঁকে এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী করা হবে বলে জানা গিয়েছিল তৃণমূল সূত্রে। সাংসদ তথা তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহা ভোজপুরি এই গায়ককে চেনেন না বলে দাবি করেন।

Advertisement
lok sabha 2024 lok sabha 2024

আসানসোল থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে ভোজপুরি 'ললিপপ' খ্যাত গায়ক পবন সিংকে। আজ বাংলার ২০টি লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। এদিকে এই কেন্দ্রের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। তাঁকে এবারের লোকসভা নির্বাচনে প্রার্থী করা হবে বলে জানা গিয়েছিল তৃণমূল সূত্রে। সাংসদ তথা তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহা ভোজপুরি এই গায়ককে চেনেন না বলে দাবি করেন।

সাংসদ বলেন, 'তিনি বিজেপি প্রার্থী পবন সিংকে চেনেন না। তিনি কোনও প্রতিযোগিতার কথা ভাবেন না। তিনি মিনি ইন্ডিয়া আসানসোলের মানুষের কাছ থেকে পূর্ণ আশীর্বাদ পেয়েছেন। এবার এই এলাকা থেকে জয়ের নতুন রেকর্ড গড়বে তাঁরা।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া আক্রমণ করেন তিনি। বলেন, প্রার্থীর বিষয়টি বিজেপির অভ্যন্তরীণ বিষয়। তিনি প্রার্থী ও দলের সকলের মঙ্গল কামনা করেন। আরও বলেন, যে তালিকা প্রকাশ করা হয়েছে তা দেখে মনে হচ্ছে বিজেপি নিজের স্বার্থের পাশাপাশি বিরোধীদের, বিশেষ করে তৃণমূলের স্বার্থেরও খেয়াল রাখছে। তারা কারও নাম মুছে ফেলতে পারেন, কাউকে প্রার্থী করতে পারেন, কারও নির্বাচনী এলাকা পরিবর্তন করতে পারেন, কিন্তু ৪০০-এর বেশি স্লোগান সফল হবে না। বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনপ্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'দিদি ও দিদি' বলে অপমান করেছিলেন। এই ভুলের জন্য জনগণ তাঁকে ক্ষমা করেনি।

আরও পড়ুন

দু'দিনের সফরে তিনি আবারও আপত্তিকর ভাষা ব্যবহার করে অপমান করেছেন। সন্দেশখালি নিয়ন্ত্রিত, এটা অতীতের কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানিত করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য। এ নির্বাচনেও জনগণ এর জবাব দেবে। তিনি বলেন, বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী বলেছিলেন ২০০ ছাড়িয়ে। আসন সংখ্যা ছিল ৭৫টি, এবার তারা বলছে ৪০০ ছাড়িয়ে গেলে একই অনুপাতে ১৫০ থেকে ১৭৫টির মধ্যে আসন দেওয়া হবে।

Advertisement

প্রসঙ্গত, পবন সিং একজন ভারতীয় প্লেব্যাক গায়ক। তিনি তাঁর ভোজপুরি গান ললিপপ লাগেলুর জন্য পরিচিত। ভোজপুরি চলচ্চিত্রে কাজের জন্য তিনি দুটি আন্তর্জাতিক ভোজপুরি চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। পবন সিং ১৯৮৬ সালের ৫ জানুয়ারি বিহারের আরাহ শহরে জন্মগ্রহণ করেন। তিনি রাজপুত পরিবারের সদস্য। ২০১৪ সালে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে নীলম সিংকে বিয়ে করেন পবন। যদিও ২০১৫ সালে তাঁর প্রথম স্ত্রীর মৃত্যু হয়। ২০১৮ সালে পবন বালিয়ায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে জ্যোতি সিংকে বিয়ে করেন। পবন শৈশব থেকেই গান গাওয়া এবং স্টেজ শো করা শুরু করেন। তাঁর প্রথম অ্যালবাম ছিল উড়ানিয়া ওয়ালি, যেটি ১৯৯৭ সালে প্রকাশিত হয়েছিল।

Advertisement