২০১৭ সাল। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেন মুকুল রায়। তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তারপর মুকুলের হাত ধরে একাধিক তৃণমূলের নেতা-কর্মী বিজেপি-তে যোগ দেন। অর্থাৎ মুকুলই প্রথম ভাঙন ধরান তৃণমূলে। কিন্তু, আজ ফের তৃণমূলে প্রত্যাবর্তন করলেন মুকুল। তিনি এখন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদে রয়েছেন। একুশের বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছেন। পদ্ম প্রতীকে জিতেছেন বিধায়ক হিসেবেও। কিন্তু, তারপরও কেন তৃণমূলে যোগ দিলেন মুকুল? তাঁর যোগদানের নেপথ্যে কে রয়েছেন?
রাজনৈতিক মহলের মতে, মুকুলের তৃণমূলে প্রত্যাবর্তনের পর্ব শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যে। ৩১ মার্চ, ২০২১। সেদিন নন্দীগ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মুকুল শুভেন্দুর মতো এত খারাপ নয়। মুকুল বেচারা থাকে কাঁচরাপাড়ায়। ব্যারাকপুর, জগদ্দল, ভাটপাড়া, এসব এলাকায় না দিয়ে ওকে পাঠিয়েছে কৃষ্ণনগরে।'
আরও পড়ুন : 'মল মূত্র ত্যাগ করলে মানুষ দুর্বল হয় না', দলবদলুদের আক্রমণ তথাগতর
কয়েকদিন আগে মুকুল রায়ের স্ত্রীকে হাসপাতালে দেখতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মুকুলের স্ত্রী'র খোঁজখবর নেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। রাজনৈতিক মহলের একাংশের মতে, তার জেরেই বরফ গলতে শুরু করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতাল আসায় খুশি হন মুকুল। খুব সম্ভবত সেদিনই মুকুল ঠিক করে ফেলেন তিনি তৃণমূলে ফিরবেন।
সূত্রের খবর, মুকুল রায় তৃণমূলে ফিরছেন তা নিশ্চিত হয় গতকাল। কালই তৃণমূলের সঙ্গে গোপন বৈঠক করেন মুকুল। তারপরই তাঁর প্রত্যাবর্তন নিশ্চিত হয়।
রাজনৈতিক মহল এও মনে করছে, মুকুলের তৃণমূলে ফেরার নেপথ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ, অভিষেকের সঙ্গে সংঘাতের জেরেই একসময় দল ত্য়াগ করেছিলেন মুকুল। আর সেই অভিষেকই যখন মুকুলের স্ত্রী'কে দেখতে গেলেন, কুশল বিনিময় করলেন তখন মুকুলের অভিমান গলে যায়। তখনই তিনি তৃণমূলে ফেরার পরিকল্পনা করে ফেলেন।