বিজেপির সমালোচনায় এবার সরব হলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। আজ ফেসবুক পোস্টে বিজেপির সমালোচনা করেন তিনি। প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভ্রাংশু। দাঁড়িয়েছিলেন নিজের কেন্দ্র বীজপুর থেকেও। তবে ভোটে জয়ের মুখ দেখতে পাননি তিনি।
আজ ফেসবুক পোস্টে শুভ্রাংশু লেখেন, 'জনগণের সমর্থন নিয়ে আসা সরকারের সমালোচনা করার আগে, আত্মসমালোচনা করা বেশি প্রয়োজন।' এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে শোরগোল। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, শুভ্রাংশুর এই পোস্ট তৃণমূলে ফেরার ইঙ্গিতও হতে পারে। যদিও এনিয়ে শুভ্রাংশুকে ফোন করলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন : PHOTOS: পুলওয়ামায় শহিদ স্বামীর স্বপ্নপূরণে ভারতীয় সেনায় যোগ দিলেন স্ত্রী
প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতা-নেত্রীদের মধ্যে সোনালি গুহ ও সরলা মুর্মু ইতিমধ্যেই শাসকদলে ফেরার ইচ্ছে প্রকাশ করেছেন। সোনালি গুহ তো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখে পুরোনো দলে ফেরার কাতর আর্জি জানিয়েছেন। এই প্রেক্ষাপটে শুভ্রাংশুর এই ফেসবুক পোস্ট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
একুশের ভোটের ফলাফল সামনে আসার পর বিজেপির অর্ন্তদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। তথাগত রায়ের মতো প্রবীণ বিজেপি নেতা দলের সমালোচনা করেন। গেরুয়া শিবিরের পুরোনো কর্মীদের গুরুত্ব না দিয়ে তৃণমূল থেকে আসা লোকজনকে টিকিট দেওয়ায় দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এনিয়ে তথাগতবাবুর সমালোচনা করেছিলেন বিজেপি-তে যোগ দেওয়া নবাগতদের একাংশ।
আরও পড়ুন : আপনি NON MLA মুখ্যমন্ত্রী, নন্দীগ্রামে হারের যন্ত্রণা আপনার আছে; মমতাকে আক্রমণ শুভেন্দুর
আবার একুশের ভোটের প্রচারের সময় একটি সভা থেকে পুরোনো সঙ্গী মুকুল রায়ের প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর মুকুল রায় যদিও স্পষ্ট করে দেন, তিনি গেরুয়া শিবিরের অনুগত সৈনিক। তবে তিনি একথা বললেও তাঁর ছেলের আজকের ফেসবুক পোস্ট যে চর্চার বিষয় হয়ে উঠেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।