scorecardresearch
 

Balurghat: এবার বালুরঘাট, ১৪ লক্ষ টাকা 'ভ্যানিশ' পুরসভার অ্যাকাউন্ট থেকে

এবার পুরসভার বিপুল অঙ্কের টাকা গায়েবের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাট পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ১৪ লক্ষ টাকারও বেশি। গোটা বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে দাবি বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের। 

Advertisement
বালুরঘাটে পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। বালুরঘাটে পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা।

এবার পুরসভার বিপুল অঙ্কের টাকা গায়েবের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরে। বালুরঘাট পুরসভার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গেল ১৪ লক্ষ টাকারও বেশি। গোটা বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে দাবি বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রের। ব্যাঙ্কে এই বিষয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

সম্প্রতি পড়ুয়াদের ট্যাব ও লক্ষ্মীর ভাণ্ডার টাকা নিয়ে জালিয়াতির একাধিক অভিযোগ উঠেছে। কিন্তু এবার সরাসরি পুরসভার টাকার হিসাবে গরমিলের অভিযোগ। 

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র নিজেই জানালেন, মিউনিসিপালিটির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে ৩টি চেকের মাধ্যমে মোট ১৪ লক্ষ ৪০ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন

এদিকে বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের দাবি, তিনি কোনও চেক ইস্যুই করেননি। সমস্ত চেক তাঁদের নিজেদের কাছেই আছে। ফলে কীভাবে এই টাকা কে বা কারা তুলে নিল,তা ভেবে কুল পাচ্ছেন না। 

এই বিষয়ে বালুরঘাট থানায় এইআইআর দায়ের করা হয়েছে। এর পাশাপাশি জেলা পুলিশ সুপার ও প্রিন্সিপাল সেক্রেটারির নজরে গোটা বিষয়টি আনা হয়েছে। 

বালুরঘাট পুরসভার চেয়ারম্যান আরও জানান, 'এই বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একদিনের মধ্যে টাকা ফিরিয়ে আনার কথা বলা হয়েছে। অন্যথা ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

এদিকে এর পিছনে কোনও ষড়যন্ত্র আছে কিনা, তারই খোঁজে নেমেছেন পুলিশের তদন্তকারীরা। গোটা বিষয়ে কী ব্যাঙ্কেরও কোনও যোগ থাকতে পারে? উত্তর খুঁজছেন পুলিশ আধিকারিকরা।ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফেও এই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। 

 
 

Advertisement