Paschim Medinipure: বাপের বাড়ি থেকে ফিরছেন না স্ত্রী। অনেক বোঝানোর পরও ফেরত আনা যায়নি স্ত্রীকে। অগত্যা ধর্নায় বসেন স্বামী। রবিবার পিংলায় (Pingla) স্বামীর স্ত্রীকে ফেরত চাইতে ধর্নায় (Dharna) বসার কাণ্ড কারখানা দেখে এলাকায় শোরগোল পড়ে যায়। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার পিংলা থানার অন্তর্গত জামনা এলাকায় ঘটনাটি ঘটেছে।
সূত্রের খবর, স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে স্ত্রী বাপের বাড়ি গিয়েছিলেন। তারপর আর ফেরত আসতে দেওয়া হয়নি যুবকের স্ত্রীকে। অগত্যা কোন উপায় খুঁজে না পেয়ে শ্বশুরবাড়ির সামনে গিয়ে স্ত্রীকে ফেরত পাওয়ার দাবিতে ধর্নাতে বসেন স্বামী। হাতে প্ল্যাকার্ড ধরে ধর্না চালিয়ে যান যুবক।
জানা যায়, গত দু'বছর আগে পিংলার জামানার এক যুবতীর বৈবাহিক সূত্রে আবদ্ধ হন মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত আনন্দপুরের এক যুবক। এরপর সুখে শান্তিতেই সাংসারিক জীবনযাপন চলছিল তাঁদের। গত ছ'মাস আগে এক নিকট পরিজন মারা যাওয়ার খবর পেয়ে বাপের বাড়িতে যান স্ত্রী।তারপর থেকে আর ফিরে যাননি স্বামীর বাড়িতে। এদিকে স্বামী তাঁর স্ত্রীকে বাড়ি ফিরে আসার জন্য নানা অনুনয় বিনয় করলেও তার প্রস্তাবে নারাজ হয়ে কোনওমতে ফিরে আসতে রাজি হননি স্ত্রী।
শেষ পর্যন্ত নিজের স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে নাছোড়বান্দা স্বামী। রবিবার প্রায় সকাল ন'টা নাগাদ পিংলার জামনায় শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেন। এই ঘটনার পরে পিংলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অবশেষে দুই পরিবারের মধ্যস্থতায় ধরনা তোলেন যুবক। পুলিশের কাছে গিয়ে এ নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে পরিবারের তরফে। আপাতত বুঝিয়ে সুঝিয়ে ধর্না তোলা হয়েছে।