শুক্রবার বাংলায় এসে লোকসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার হুগলির আরামবাগের সভা থেকে তৃণমূলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী। সন্দেশখালিকাণ্ডের পাশাপাশি নানা দুর্নীতির অভিযোগ নিয়ে বাংলার শাসকদলকে বিঁধেছেন মোদী। যা ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। শনিবার ফের বাংলার মাটিতে সভা করবেন মোদী। এদিন কৃষ্ণনগর থেকে ফের কী বার্তা দেন প্রধানমন্ত্রী, সে দিকে তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।
আরামবাগের সভায় কী বলেছেন মোদী?
শুক্রবার আরামবাগের সভায় সন্দেশখালির প্রসঙ্গ ৭ বার তুলেছেন মোদী। তৃণমূলকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, 'গোটা দেশ আজ বাংলার অবস্থা দেখছে। মা, মাটি, মানুষ, এই ঢোল পেটায় যারা, সেই তৃণমূল সন্দেশখালির বোনদের সঙ্গে যা করেছে, তা দেখে গোটা দেশ দু:খিত।' এই প্রসঙ্গে তাঁর সংযোজন, 'ওখানকার মহিলারা মমতা দিদির সাহায্য চেয়েছিলেন। বিজেপির নেতারা রাতদিন মা-বোনেদের সম্মানের জন্য লড়াই করেছেন। লাঠির আঘাত সহ্য করেছেন। অবশেষে বাংলার পুলিশ আপনাদের সামনে মাথা নত করে অভিযুক্তকে গ্রেফতার করেছে।' প্রধানমন্ত্রী এ-ও বলেছেন, 'মুসলিম বোনেরা তৃণমূলের গুন্ডারাজকে উৎখাত করবে।'
দুর্নীতি প্রসঙ্গেও তৃণমূলকে বিঁধেছেন মোদী। বলেছেন, 'সব জায়গাতেই দুর্নীতি করেছে তৃণমূল। গরিবদের রেশনে বণ্টন, সীমান্ত দিয়ে পশু পাচার, সর্বত্র দুর্নীতি করেছে।' শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনা প্রসঙ্গে মোদী বলেছেন, 'এত টাকা কখনও দেখেছেন? সিনেমাতেও দেখেছেন?'
অন্য দিকে, শুক্রবার আরামবাগে সভা সেরে রাজভবনে আসেন প্রধানমন্ত্রী। রাজভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা ঘিরেও সরগরম রাজ্য রাজনীতি। 'সেটিং'-এর অভিযোগে সরব হয়েছে কংগ্রেস এবং সিপিএম। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বলেন, 'প্রধানমন্ত্রীর অভিযোগের রাজনৈতিক জবাব দেবে দল। এই নিয়ে আমি এখানে কিছু বলব না।' তাঁর কথায়, 'এটা ছিল প্রোটোকল মিটিং।' প্রধানমন্ত্রীর হাতে এদিন মিষ্টিও তুলে দেন মুখ্যমন্ত্রী। নিজেই সেকথা জানিয়ে বলেন, 'বাংলার মিষ্টি দিলাম আর গল্প করলাম।' এরপর আর কোনও প্রশ্নের উত্তর দেননি মুখ্যমন্ত্রী। মোদীর সঙ্গে মমতার ওই বৈঠক নিয়ে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরামবাগেই তিনি বলেন, 'রাজভবনে প্রধানমন্ত্রীর পা ধরতে যাচ্ছেন, কিন্তু এ সব করে কোনও লাভ হবে না।'