'পরিযায়ী' লকেট চট্টোপাধ্যায় নয়। প্রার্থী করতে হবে শ্রীরামপুরেরই কাউকে। লোকসভা ভোটের আগে এমন দাবিতে পোস্টার পড়ল শ্রীরামপুরে। পোস্টারের তলায় আবার লেখা, এটা বিজেপি কর্মীদেরই অনুরোধ।
শ্রীরামপুর লোকসভা কেন্দের একাধিক স্থানে এই পোস্টার পড়েছে। তাতে লেখা, 'কেন্দ্রীয় নেতাদের কাছে আবেদন, বহিরাগত পরিযায়ী লকেট চট্টোপাধ্যায়কে শ্রীরামপুর লোকসভায় চাপিয়ে দেওয়া চলবে না। তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই।' এরপর আবার ব্র্যাকেটে লেখা, 'দয়া করে কেউ আমাদের তৃণমূল বা কংগ্রেস বলবেন না, আমরা বিজেপির কর্মী।'
শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শ্রীরামপুর, শেওড়াফুলি, বৈদ্যবাটির একাধিক স্থানে এই পোস্টার পড়েছে। সামনেই লোকসভা ভোট। তার আগে এমন পোস্টার ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। তবে কি সত্যিই লকেট চট্টোপাধ্যায়কে চাইছেন না বিজেপি কর্মীদের একাংশ?
সেটা মানতে নারাজ বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক। আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'তৃণমূলের নেতারা দূর্নীতিতে ডুবে আছেন। সে দিক থেকে নজর ঘোরাতে রাজনৈতিক উদ্দেশ্যে এই পোস্টার দেওয়া হয়েছে।' লকেট চট্টোপাধ্যায়ই ফের হুগলি থেকে জিতে সাংসদ হবেন, আত্মবিশ্বাসী তিনি।
এর আগে ২০১৯ সালে রাজ্যে বিজেপির পাঁচ জন মহিলা প্রার্থী ছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন লকেট। ২০১৯-এ হুগলিতে লোকসভা ভোটে জিতেছিলেন লকেট চট্টোপাধ্যায়।