scorecardresearch
 

Potato: হিমঘরে আলু রাখার সময় ১ মাস বাড়ল, কলকাতায় দাম ৪০ ছুঁতে পারে, কেন?

রাজ্যের হিমঘরগুলিতে আলু রাখার সময়সীমা এক মাস বাড়াল রাজ্য সরকার। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের কৃষি বিপণন দফতর। তাতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের হিমঘরগুলিতে আলু রাখা যাবে।

Advertisement
হিমঘরে আলু রাখার সময় ১ মাস বাড়ল, কলকাতায় দাম ৪০ ছুঁতে পারে, কেন? হিমঘরে আলু রাখার সময় ১ মাস বাড়ল, কলকাতায় দাম ৪০ ছুঁতে পারে, কেন?
হাইলাইটস
  • এর আগে হিমঘরে আলু রাখার সময়সীমা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত
  • নভেম্বরের গোড়াতেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিল কৃষি বিপণন দফতর

রাজ্যের হিমঘরগুলিতে আলু রাখার সময়সীমা এক মাস বাড়াল রাজ্য সরকার। শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের কৃষি বিপণন দফতর। তাতে বলা হয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের হিমঘরগুলিতে আলু রাখা যাবে। তবে, এর জন্য অতিরিক্ত ভাড়া দিতে হবে। উত্তরবঙ্গের হিমঘরগুলির জন্য কুইন্টাল পিছু ১৯ টাকা ১১ পয়সা এবং দক্ষিণবঙ্গের হিমঘরগুলির জন্য ১৮ টাকা ৬৬ পয়সা বাড়তি ভাড়া গুনতে হবে।

এর আগে হিমঘরে আলু রাখার সময়সীমা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত। নভেম্বরের গোড়াতেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিল কৃষি বিপণন দফতর। তাতে বলা হয়, ৩০ নভেম্বরের মধ্যে হিমঘর থেকে সমস্ত আলু বের করে নিতে হবে।

যদিও, অন্য রাজ্যে আলু রফতানি বন্ধ করাতে আগামী সোমবার রাত থেকে ধর্মঘট ও কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের আলু ব্যবসায়ীরা। সোমবার রাত থেকে রাজ্যের কোনও হিমঘর থেকে বের করবেন না ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের সব হিমঘরে ও হিমঘরের বাইরে সেডে কোনও আলু রেডি ও লোড করা যাবে না। পরবর্তী রাজ্য কমিটির নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

যদিও কর্মবিরতির কারণে কৃষকদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্যও উপায় বলে দেওয়া হয়েছে। কৃষকরা হিমঘরে রাখা বীজ আলু নিয়ে যেতে পারবেন। এক্ষেত্রে কোনও বাধা নিষেধ থাকবে না। এদিকে, ধর্মঘটের সিদ্ধান্তের প্রভাব ইতিমধ্যেই বাজারগুলিতে পড়তে শুরু করেছে। অনেক জায়গাতেই আলুর দাম বেড়ে গিয়েছে। কলকাতায় জ্যোতি আলুর দাম ৪০ টাকা ছাড়াতে পারে। পাল্লা দিয়ে বাড়তে পারে চন্দ্রমুখি আলুর দামও। এর দাম ৫০ টাকা পর্যন্ত পৌঁছে যেতে পারে।

Advertisement

TAGS:
Advertisement