scorecardresearch
 

মেলেনি চাকরি, 'চপ শিল্প' খুললেন M.A পাশ যুবক

একটা সময় চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছেন বিশ্বজিৎ কর মোদক। গৃহশিক্ষকের কাজ করেও সংসারের হাল না ফেরায় কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তাঁর। কয়েক বছর পর স্থানীয় ব্লকে চুক্তিভিত্তিক VRP কাজ করে নিয়মিত বেতন না মেলায় সমস্যায় পড়েছিলেন।

Advertisement
চপ শিল্প চপ শিল্প
হাইলাইটস
  • M.A, D.El.Ed পাশের পর TET উত্তীর্ণ হয়েও সরকারি চাকরি মেলেনি।
  • অবশেষে চপ ভেজে সংসার চালাচ্ছেন পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা বিশ্বজিৎ কর মোদক
  • দোকানের নাম রেখেছেন 'চপ শিল্প'

M.A, D.El.Ed পাশের পর TET উত্তীর্ণ হয়েও সরকারি চাকরি মেলেনি। অবশেষে চপ ভেজে সংসার চালাচ্ছেন পুরুলিয়ার বান্দোয়ানের বাসিন্দা বিশ্বজিৎ কর মোদক। দোকানের নাম রেখেছেন 'চপ শিল্প'। 

একটা সময় চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছেন বিশ্বজিৎ কর মোদক। গৃহশিক্ষকের কাজ করেও সংসারের হাল না ফেরায় কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তাঁর। কয়েক বছর পর স্থানীয় ব্লকে চুক্তিভিত্তিক VRP কাজ করে নিয়মিত বেতন না মেলায় সমস্যায় পড়েছিলেন। অবশেষে সাবলম্বী হতে 'চপ শিল্প' নাম রেখে ঠেলাগাড়িতে চপ বেচে রোজাগর করছেন ২০১৪ সালে TET উত্তীর্ণ বিশ্বজিৎ।

আরও বলুন : ২ বছর ধরে ধর্ষণের শিকার, সেই নাবালিকা সন্তানের জন্ম দিল

মানবাজারে মানভূম মহাবিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর। পরে ২০১০ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে M.A পাশ। তারপর ডিপ্লোমা ইন এলিমেন্টরি এডুকেশন কোর্স করেন। পাশ করে ২০১৪ সালে TET উত্তীর্ণ হয়েও বাড়িতে বসে থাকতে হয়। সম্প্রতি বিয়েও করেন। চাকরির আশায় কয়েক বছর বসেই ছিলেন। এরপর ভিলেজ রিসোর্স পার্সনতে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে যোগ দেন। 

কিন্তু, তাতেও সংসারের হাল ফেরেনি। স্বল্প বেতনে সংসার চালানো দায় হয়ে পড়ে তাঁর।  গৃহশিক্ষক হিসেবে এলাকার ছেলেমেয়েদের পড়াতে শুরু করেন বিশ্বজিৎ। কিন্তু, সেই একই সমস্যা। কয়েক মাস ছাড়া ছাড়া বেতন মিলত ছাত্র-ছাত্রীদের কাছে থেকে। পারিশ্রমিক নিয়মিত না মেলায় সংসার চালানো নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে তাঁর। তাই চপের দোকান খোলার পরিকল্পনা করেন তিনি। 

আরও পড়ুন : মণিপুরে জঙ্গি হামলায় শহিদ ৫ জওয়ান, নিহত আরও ২

বান্দোয়ান বন দপ্তরের রাস্তার পাশে 'চপ শিল্প' নামে ঠেলা গাড়িতে চপের দোকান খোলেন বিশ্বজিৎ। চপ, ভেজিটেবল চপ, ঘুঘনি, মুড়ি, রুটি, ডিম সেদ্ধ, চা সবই বিক্রি করেন ওই ঠেলা গাড়িতে। 

Advertisement

উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও সরকারি চাকরি না মেলায় শেষে চপের দোকান খোলা নিয়ে  বিশ্বজিৎ কর মোদক বলেন, 'উচ্চশিক্ষায় শিক্ষিত। কিন্তু, চাকরি মেলেনিষ দিনের পর দিন অভাবের মধ্যে কাটিয়েছি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, চাকরির আশায় বসে না থেকে চপের দোকান খুলেও সংসার চালানো যায়। আমি তাই দোকান খুলেছি। এতেই এখন সংসার চলে।'

Advertisement