scorecardresearch
 

Kolkata Rain Forecast: ঝেঁপে নামবে বৃষ্টি, বইবে দমকা হাওয়া, আবহাওয়ার বড় আপডেট

শীঘ্রই আবহাওয়ার বদল ঘটতে চলেছে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

Advertisement
রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস। রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।

বৃহস্পতিবার সকালে কলকাতার আকাশের মুখভার ছিল। যদিও বেলা গড়াতে রোদের দেখা পাওয়া গিয়েছে। পাল্লা দিয়ে বেড়েছে গরম। তবে শীঘ্রই আবহাওয়ার বদল ঘটতে চলেছে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শনি এবং রবিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই ২ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্য দিকে, আপাতত তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। 

কোন কোন জেলায় বৃষ্টি? 

হাওয়া অফিস জানিয়েছে,আজ দক্ষিণবঙ্গের কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়ার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। 

আরও পড়ুন

কলকাতায় কত তাপমাত্রা? 

হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে।বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ এবং ন্যূনতম ৩৯ শতাংশ। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে।


কেমন থাকবে আবহাওয়া?

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার কোনও হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েক দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে জেলাগুলিতে। 

Advertisement


কোথায় কত তাপমাত্রা? 

দার্জিলিঙে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। কোচবিহারে তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি।  মালদায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি। জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৮ ডিগ্রি। ক্যানিংয়ে তাপমাত্রা ছুঁয়েছে ৩৩.৪ ডিগ্রিতে। দিঘার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি। কাঁথির সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস। 
 

Advertisement