scorecardresearch
 

Rajib Banerjee News:'ঘুরে দাঁড়াতে চাই', চিঠি লিখে BJP-র কাছে আর্জি রাজীবের

নির্বাচনে পরাজিত হওয়ার পর জল্পনা শুরু হয়েছিল, রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) তৃণমূলে ফিরতে পারেন।

Advertisement
রাজীব বন্দ্য়োপাধ্যায় রাজীব বন্দ্য়োপাধ্যায়
হাইলাইটস
  • ফের বিজেপিতে সক্রিয় হতে চাইছেন রাজীব বন্দ্যোপাধ্যায়
  • রাজ্য নেতৃত্বকে ২টো চিঠি পাঠিয়েছেন তিনি

নির্বাচনে পরাজিত হওয়ার পর জল্পনা শুরু হয়েছিল, রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) তৃণমূলে ফিরতে পারেন। নিজেই সেই জল্পনা উস্কে দিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে দেখা করায়। এরইমধ্যে রাজ্য বিজেপির সদর দফতরে জোড়া চিঠি পাঠালেন ডোমজুড়ের BJP প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূলে জায়গা না পেয়েই ফের বিজেপি-তে সক্রিয় হতে চাইছেন রাজীব। চিঠি দেওয়া তারই ইঙ্গিত। 

আগামী ২৯ তারিখ BJP-র রাজ্য কমিটির বৈঠক রয়েছে। জানা যাচ্ছে, সেখানে ডেকে পাঠানো হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajib Banerjee)। রাজ্য BJP সূত্রে খবর, ২৯ তারিখের সেই বৈঠকে উপস্থিত থাকার জন্য রাজ্য BJP-র তরফে সব বড় নেতাকে যোগাযোগ করা হয়েছে। সেই সূত্রে রাজীব বন্দ্যোপাধ্যায়কেও বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

আরও পড়ুন : VIDEO: 'দলে নিন', হাতজোড় করে BJP-তে ফিরলেন TMC নেতা

সূত্রের খবর, রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) দুটো চিঠি দিয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্বকে। এরমধ্যে একটি খোলাচিঠি। অন্যটি মুখবন্ধ। খোলা চিঠিতে নির্বাচনের পরে ডোমজুড়ের যে সব BJP কর্মীরা ঘরছাড়া হয়েছেন, তাঁদের তালিকা দিয়েছেন। তবে দ্বিতীয় চিঠিতে কী লিখেছেন তা এখনও জানা যায়নি। সূত্রের দাবি, তিনি যে গেরুয়া শিবিরেই থাকতে চান, সেটাই চিঠি মারফত রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। 

প্রসঙ্গত, একুশের ভোটে পরাজয়ের পর নিজেই বিজেপি-র সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন রাজীব। কলকাতার দলীয় কার্যালয়েও যাওয়া বন্ধ করে দেন তিনি। তাঁর সঙ্গে দিলীপ ঘোষদের দূরত্ব বাড়ে বলে শোনা যায়। কুণাল ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎও করেন রাজীব। তারপর জল্পনা তীব্র হয়, তৃণমূলে ফেরার চেষ্টা করছেন তিনি। সূত্রের খবর, রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফেরার চেষ্টা করলেও কোনও  ইতিবাচক সাড়া পাননি তিনি। সেকারণে, বিজেপি-তে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। 
 

Advertisement

 

Advertisement