আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Doctor Death) বাংলা সহ গোটা দেশ যখন উত্তাল, বিচারের দাবিতে ভোররাত পর্যন্ত আন্দোলন চলছে কলকাতায়, ডাক্তাররা টানা কর্মবিরতি আন্দোলন করছেন, তখন এই নারকীয় ঘটনায় জুনিয়ার ডাক্তারদের প্রতিবাদ নিয়ে মুখ খুলে বিতর্কে জড়ালেন উত্তরপাড়ার তৃণমূল কংগ্রেস (Uttarpara MLA) বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। কাঞ্চনের প্রশ্ন, 'যাঁরা কর্মবিরতি করছেন, তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না?' কাঞ্চনের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ফেসবুকে কাঞ্চনকে বন্ধুতালিকা থেকে 'ত্যাগ' করলেন তিনি।
'তদন্ত তো সিবিআই করছে, আমরা চাইছি ধর্ষকের ফাঁসি'
আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিচার চেয়ে রাজ্যের সব সরকারি হাসপাতালে কর্ববিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়ার ডাক্তাররা। আরজি কর কাণ্ডে ধর্ষকের ফাঁসি চেয়ে ধর্না কর্মসূচি করছে তৃণমূল কংগ্রেসও। আজ অর্থাত্ সোমবার ধর্ষণ বিরোধী কড়া আইন আনতে বিধানসভায় বিল আনছে শাসকদল। এহেন পরিস্থিতিতে রবিবার অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কোন্নগর শহর ও নবগ্রাম মহিলা তৃণমূলের উদ্যোগে ধর্নামঞ্চ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেখানেই উপস্থিত ছিলেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। ধর্নামঞ্চ থেকে কাঞ্চন বলেন, 'আরজি করের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমিও সচেতন নাগরিক হিসাবে বলছি আমার বাড়িতেও স্ত্রী মা দিদি আছেন। আমিও চাই দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই ঘটনায় একজন অভিযুক্ত গ্রেফতার হয়েছে। কলকাতা পুলিশই গ্রেফতার করেছে। এরপর কেস সিবিআই নিয়েছে। এই ঘটনায় সুপ্রিম কোর্টে বিচারাধীন।” তবে আন্দোলনের অভিমুখ পাল্টাচ্ছেন বিরোধীরা। তৃণমূল সাংসদ বলেন, 'এই কেস যদি মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই-কে তুলে না দিতেন তাহলে বিরোধীরা বলত মমতার মদতপুষ্ট কলকাতা পুলিশ ইচ্ছাকৃতভাবে তদন্ত দীর্ঘায়িত করছে। সেটা হয়নি। সিবিআই তদন্ত করছে। আমার প্রশ্ন নবান্ন অভিযান করে কি নবান্ন থেকে দোষীর শাস্তির অর্ডার হবে? আমার মনে হয় সেটা হওয়া সম্ভব নয়। এইসব করে কিছু মানুষ মূল বিষয় থেকে তার অভিমুখটা পাল্টে দিচ্ছেন। আন্দোলন সিজিও থেকে কেন হচ্ছে না? তদন্ত তো সিবিআই করছে। আমরা চাইছি ধর্ষকের ফাঁসি।'
'অনেকেই শুনছি পুজোর অনুদান নেবেন না বলছেন'
এরপরেই ডাক্তারদের টানা কর্মবিরতিকে নিশানা করেন কাঞ্চন। বলেন, 'আজ আন্দোলনের নামে ডাক্তাররা কর্মবিরতি করছেন। সবাই বলে ডাক্তার মানে ভগবান। গ্রাম থেকে আসা মানুষ ছুটে আসেন চিকিৎসার জন্য। আপনারা আন্দোলন করুন। তবে রোগীরা কী অপরাধ করেছে? এমন কোনও কাজ আপনাদের করা উচিত নয় যে ডাক্তার ভগবান বলতে দু’বার ভাবেন। এটা গণতান্ত্রিক দেশ। সবাই নিজের মতো কাজ করতে পারেন। অনেকেই শুনছি পুজোর অনুদান নেবেন না বলছেন। সেটা তাদের ব্যক্তিগত মতামত। যাঁরা কর্মবিরতি করছেন শাসকদলের বিরুদ্ধে। ভাল। তাঁরা সরকারি বেতন নিচ্ছেন তো নাকি নিচ্ছেন না? এটা আমার প্রশ্ন। বোনাস নেবেন তো? না নেবেন না? এটা আমার প্রশ্ন।'
তোকে ত্যাগ দিলাম'
কাঞ্চনের এই মন্তব্যের পরেই কাঞ্চন মল্লিকের দীর্ঘদিনের সহকর্মী ও 'বন্ধু'কে ফেসবুকে নিশানা করেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। ফেসবুকে সুদীপ্তা লিখলেন, 'এক সময়ের বন্ধু/সহকর্মী কাঞ্চন মল্লিক, তোকে ত্যাগ দিলাম। অনুপ্রেরণার লকারে চোখ,কান,মাথা,মনুষ্যত্ব, বিবেক,বুদ্ধি,বিবেচনা,শিক্ষা সব ঢুকিয়ে রেখে চাবিটা হারিয়ে ফেলেছিস মনে হয়।'