scorecardresearch
 

Minakshi Mukherjee: আরজি কর মামলা: এবার মীনাক্ষীকেও ডাকল CBI

গত ১৪ অগাস্ট আরজি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল সিবিআই। বৃহস্পতিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন ডিওয়াইএফআই নেত্রী। সূত্রের খবর, কয়েক দিন আগেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। তবে সেই সময় যেতে পারেননি তিনি। আজ সকাল ১১টায় সিবিআই দফতরে যাওয়ার কথা তাঁর।

Advertisement
মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী মুখোপাধ্যায়।
হাইলাইটস
  • মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল সিবিআই।
  • আজ সকাল ১১টায় সিবিআই দফতরে যাওয়ার কথা তাঁর।
  • আরজি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় তলব।

গত ১৪ অগাস্ট আরজি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব করল সিবিআই। বৃহস্পতিবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন ডিওয়াইএফআই নেত্রী। সূত্রের খবর, কয়েক দিন আগেই তাঁকে ডেকে পাঠানো হয়েছিল। তবে সেই সময় যেতে পারেননি তিনি। আজ সকাল ১১টায় সিবিআই দফতরে যাওয়ার কথা তাঁর।

আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার প্রতিবাদে গত ১৪ অগাস্ট মধ্যরাতে রাত দখল কর্মসূচি চলছিল। অভিযোগ, সেই সময়ই আরজি করে ভাঙচুর চালানো হয়। সেদিন সেখানে মীনাক্ষীর নেতৃত্বে অবস্থান করছিল ডিওয়াইএফআই। সূত্রের খবর, ওই ঘটনাতেই মীনাক্ষীকে তলব করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

এই ঘটনায় বাম-বিজেপির দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছিলেন যে, 'বাম-রাম' মিলে এই কাজ করেছে। এই ঘটনায় বেশ কয়েক জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অতীতে এই ঘটনায় মীনাক্ষী-সহ ৭ জনকে তলব করেছিল কলকাতা পুলিশ। এবার ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদককে ডাকল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

আরও পড়ুন

আরজি করকাণ্ডের প্রতিবাদে পথে নেমেছে বামেরাও। কয়েক দিন আগেই লালবাজার অভিযান করেছিল তারা। 


অন্য দিকে, আরজি করকাণ্ডে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র চিকিৎসকদের দ্বিতীয় বৈঠকে রফা মিলল না। বুধবার দীর্ঘ বৈঠকের পরও কাটেনি জট। বৈঠকে মৌখিক আশ্বাস দিলেও মিনিটস দেননি মুখ্যসচিব, এমনটাই দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা। যা ঘিরেই তৈরি হয়েছে জট। যত ক্ষণ না দাবি পূরণ হচ্ছে, তত ক্ষণ কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। 

গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কালীঘাটের বাড়িতে দীর্ঘ বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ সেই বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের দাবি মতো কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানো হয়েছে। তবে আরও কিছু দাবি রয়েছে জুনিয়র ডাক্তারদের। সেই দাবি পূরণ করতে আলোচনায় বসার জন্য বুধবার রাজ্যকে ফের ইমেল পাঠান তাঁরা। গতকাল সন্ধ্যায় নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ সেই বৈঠকে মিনিটসে সই করা নিয়ে জটিলতা তৈরি হয় বলে অভিযোগ। জুনিয়র ডাক্তারদের বাকি দাবিগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্য সচিবের অপসারণ এবং নিরাপত্তার বিষয়টি। জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, তাঁদের সব দাবিগুলিকে ফের খসড়া আকারে বৃহস্পতিবার ইমেল মারফত পাঠাতে বলা হয়েছে। 

Advertisement

Advertisement