scorecardresearch
 

নদিয়ার হাসঁখালিতে ২ গাড়ির মুখোমুখি সংঘর্ষ, ১৮ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

উত্তর ২৪ পরগনার বাগদা থেকে ৭০৯ গাড়িতে নদিয়ার নবদ্বীপে যাচ্ছিলেন মৃতদেহ সৎকার করতে যাচ্ছিলেন বেশ কয়েকজন। রাত্রি ১টা ৪৫ নাগাদ নদিয়ার হাঁসখালির ফুলবাড়িতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • পথ দুর্ঘটনায় বেশকয়েকজনের মৃত্যু
  • নদিয়ার হাঁসখালির ঘটনা
  • শোকস্তব্ধ মৃতদের পরিবার

৭০৯ ও ট্রাকের মধ্যে সংঘর্ষ (Road Accident)। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা। নদিয়ার (Nadia) হাঁসখালির ঘটনা আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। 

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বাগদা থেকে ৭০৯ গাড়িতে নদিয়ার নবদ্বীপে যাচ্ছিলেন মৃতদেহ সৎকার করতে যাচ্ছিলেন বেশকয়েকজন। রাত্রি ১টা ৪৫ নাগাদ নদিয়ার হাঁসখালির ফুলবাড়িতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১১ জনের। পরে হাসপাতালে আরও কয়েকজনের মৃত্যু হয়। হাসাপাতাল সূত্রে খবর এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কৃষ্ণনগর হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

ইতিমধ্যেই ট্রাকের চালককে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে এই ঘটনায় শোকস্তব্ধ মৃতদের পরিবার। 

 

Advertisement