scorecardresearch
 

Sandeshkhali: সন্দেশখালি নিয়ে তৃণমূলের অভিযোগের জবাব দিলেন রেখা পাত্র

সন্দেশখালির সব ঘটনা সাজানো, এই সুর চড়াতে শুরু করেছে তৃণমূল। শনিবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টিতে সন্দেশখালির আন্দোলনের পুরভাগে ছিলেন যে রেখা পাত্র, যিনি এখন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীও বলেছেন, 'ভয় দেখিয়ে ওঁকে দিয়ে এ কথা বলানো হয়েছে। যা বলা হয়েছে তা সত্য নয়।'

Advertisement
রেখা পাত্র। ফাইল ছবি রেখা পাত্র। ফাইল ছবি
হাইলাইটস
  • সন্দেশখালির সব ঘটনা সাজানো, এই সুর চড়াতে শুরু করেছে তৃণমূল।
  • শনিবার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

সন্দেশখালির সব ঘটনা সাজানো, এই সুর চড়াতে শুরু করেছে তৃণমূল। শনিবার একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টিতে সন্দেশখালির আন্দোলনের পুরভাগে ছিলেন যে রেখা পাত্র, যিনি এখন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীও বলেছেন, 'ভয় দেখিয়ে ওঁকে দিয়ে এ কথা বলানো হয়েছে। যা বলা হয়েছে তা সত্য নয়।'

‘এসসি কমিশনের চেয়ারম্যান বুঝতে পারেননি…, দাদা এটা রাজনীতি যে কোনও উপায়ে জিততেই হবে…আমরা দুজনই লোক দিয়েছি…, মহিলাদের ট্রেনিং দেওয়া হয়েছে…’ ঠিক এই কথা গুলোই বলতে শোনা যাচ্ছে একটি ভিডিওতে। যিনি বলছেন তিনি বিজেপি-র মণ্ডল সভাপতি। সন্দেশখালিতে মহিলাদের উপর নাকি নির্যাতন করাই হয়নি। ভিডিওতে তেমনটাই দাবি করছেন বিজেপি নেতা। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলা ডট আজতক ডট ইন।  ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তৃণমূল নেতৃত্ব। টুইটারে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 

ভাইরাল ভিডিওতে বলতে শোনা যাচ্ছে বিজেপি নেতাকে, মহিলাদের শিখিয়ে বুঝিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। কী বলতে হবে, কী করতে হবে সবটা শেখানো হয়। তার পরিবর্তে ২০০০ করে দেওয়া হয়েছে। রেখা পাত্রকে দিয়ে প্রথমে অভিযোগ করা হয়। পরে বাকিরা করে। ধর্ষণের অভিযোগ সাজিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

এরপর ফেসবুকে পোস্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, 'কেন্দ্রের ক্ষমতায় থাকা দল রাজ্যকে বদনাম করছে। ইতিহাসে এমন নজির নেই। বিজেপির বিসর্জন করবেন বাংলার মানুষ।'

অন্যদিকে, 'অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, 'সন্দেশখালির স্টিং ভিডিয়ো দেখে আমি বাকরুদ্ধ। বাংলা বিরোধী বিজেপি। তাদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেভাবে বাংলাকে কালিমালিপ্ত করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করেছে তা প্রত্যেকের দেখা উচিত।'

 

Advertisement

Advertisement