কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আরজি করকাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ। আরজি করে ধর্ষণ-খুন এবং আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন অধ্যক্ষকে। এবার নিজের ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দীপ, সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।
সূত্রের খবর, হাইকোর্টের কাছে সন্দীপ আবেদন করেছেন যে, পারিবারিক খরচ-সহ বিভিন্ন খরচ সামাল দিতে ফিক্সড ডিপোজিট ভাঙাতে চান তিনি।
কলকাতার আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল রাজ্য। এই ঘটনায় প্রথম থেকেই ক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। পরে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। তারপর থেকেই সিবিআইয়ের স্ক্যানারে ছিলেন সন্দীপ। টানা প্রায় ২ সপ্তাহ ধরে সন্দীপকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সন্দীপের পলিগ্রাফ পরীক্ষাও করানো হয়। শেষমেশ, দুর্নীতির অভিযোগে সন্দীপকে গ্রেফতার করে সিবিআই। তারপরে ধর্ষণ-খুনের ঘটনাতেও গ্রেফতার করা হয় তাঁকে।
তদন্তে নেমে সন্দীপের প্রচুর সম্পত্তির হদিশ পান তদন্তকারীরা। দক্ষিণ ২৪ পরগনার নারায়ণপুর এলাকায় সন্দীপের বাংলোর হদিশ পাওয়া যায়। পাশাপাশি, নিউটাউনের কাছে হাতিয়ারায় সন্দীপের ৩ তলা বাড়ির খোঁজও পাওয়া যায়। এছাড়া বেলেঘাটায় রয়েছে ২টি ফ্ল্যাট।
অন্য দিকে, আরজি করের ঘটনায় প্রতিবাদ অব্যাহত। ১০ দফা দাবিতে জীবন বাজি রেখে ধর্মতলায় আমরণ অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার দ্রোহের কার্নিভাল করেন তাঁরা। অসনে বসে অনেক চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন। দাবি পূরণ না হলে অনশন জারি থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। কলকাতার পাশাপাশি, জেলাতেও অনশন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। আজ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়েছে।