scorecardresearch
 

Saokat Molla: 'কাল একটা করেছি, তোকেও খুন করে দেব,' হুমকি ফোন পেলেন শওকত মোল্লাও

শওকত মোল্লাকে খুনের হুমকির অভিযোগ। মঙ্গলবার দুপুরে ভাঙড়ে একটি দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক। আর সেখানে যাওয়ার পথেই হুমকি ফোন পান বলে অভিযোগ শওকত মোল্লার। তিনি জানিয়েছেন, ভাঙড় অথবা ক্যানিং-এ এলে তাঁকে খুন করা হবে বলে হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। উল্লেখ্য, সোমবার জয়নগরে তৃণমূল নেতার খুন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন শওকত মোল্লা।

Advertisement
Saokat Molla Saokat Molla
হাইলাইটস
  • শওকত মোল্লাকে খুনের হুমকির অভিযোগ। মঙ্গলবার দুপুরে ভাঙড়ে একটি দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক।
  • সেখানে যাওয়ার পথেই হুমকি ফোন পান বলে অভিযোগ শওকত মোল্লার। তিনি জানিয়েছেন, ভাঙড় অথবা ক্যানিং-এ এলে তাঁকে খুন করা হবে বলে হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। 
  • জয়নগরের খুন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন শওকত মোল্লা

শওকত মোল্লাকে খুনের হুমকির অভিযোগ। মঙ্গলবার দুপুরে ভাঙড়ে একটি দলীয় কর্মসূচিতে যাচ্ছিলেন ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক। আর সেখানে যাওয়ার পথেই হুমকি ফোন পান বলে অভিযোগ শওকত মোল্লার। তিনি জানিয়েছেন, ভাঙড় অথবা ক্যানিং-এ এলে তাঁকে খুন করা হবে বলে হুমকি দিয়েছে দুষ্কৃতীরা। উল্লেখ্য, সোমবার জয়নগরে তৃণমূল নেতার খুন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন শওকত মোল্লা।

ফোনে কী হুমকি দেওয়া হয়েছে?
শওকত মোল্লার অভিযোগ, 'গতকাল একটা খুন করেছি। তোকেও খুন করে দেব,' হুমকি দেয় দুষ্কৃতীরা। হুমকি ফোনের পর পুলিশি পদক্ষেপের আর্জি জানিয়েছেন শওকত মোল্লা। তিনি বলেন, এসপি, এসওজি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের এই হুমকি ফোনের বিষয়ে জানিয়েছেন। 

'গতকাল একটি খুন করেছি...'
প্রসঙ্গত, সোমবার জোড়া খুনের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠে দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগর। সোমবার সকালে প্রথমে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে গুলি করে হত্যা করে ৫ দুষ্কৃতী। এদের মধ্যে এক অভিযুক্তকে ধরে ফেলে স্থানীয়রা। গণপিটুনিতে তার মৃত্যু হয়। অপর এক অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ।

আরও পড়ুন

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিরোধী  সিপিএম ও কংগ্রেসই এই খুনের পিছনে রয়েছে। এরপর নিকটবর্তী দলুয়াখাকি গ্রামে সিপিএম সমর্থকদের ১০ থেকে ১২টি বাড়িতে হামলা, ভাঙচুর চালানো হয়। দোকানে লুটপাট ও অগ্নিসংযোগেরও অভিযোগ রয়েছে।

জয়নগরের খুন নিয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন শওকত মোল্লা
সোমবার শওকত মোল্লা বলেছিলেন, 'আমরা একজন দক্ষ সহকর্মীকে হারালাম। ওর দক্ষতা-গ্রহণযোগ্যতাই কাল হল। এই খুনে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। সুপারি কিলার লাগানো হয়েছে। কিন্তু এর মাথা কে? সে কি বারুইপুর সিপিএম-এর পার্টি আফিসে আছে?' 

Advertisement