Remal Train Cancelled: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রবিবার সন্ধ্যা থেকে দক্ষিণবঙ্গে ছিল তুমুল ঝড়-বৃষ্টির দাপট। আর তার জেরে ট্রেন পরিষেবা বিপর্যস্ত হয়ে যায়। এর আগে সোমবার সকাল পর্যন্ত শিয়ালদা শাখায় ৪৬টি ট্রেন বাতিল হওয়ার ঘোষণা করেছিল রেল। সোমবার সকাল ৬টা পর্যন্তই বিভিন্ন ট্রেন বাতিলের কথা ছিল। কিন্তু ঝড়-বৃষ্টির জেরে আরও পিছিয়ে গেল রেল পরিষেবা। সোমবার সকাল ৯টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচব বন্ধ হয়ে যায়।
একে সপ্তাহের প্রথম দিন। তার উপর শিয়ালদা দক্ষিণের মতো গুরুত্বপূর্ণ রুট। সেখানে অফিস টাইমে ট্রেন বন্ধ থাকায় ভয়ানক সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
সকাল সাড়ে ৯টায় প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী শিয়ালদা দক্ষিণ শাখায় বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে। ট্রেন কম হওয়ায় রয়েছে বাড়তি ভিড়ের চাপও। তারই মধ্যে মাঝ রুটে ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম ভোগান্তিতে যাত্রীরা। একের পর এক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।
জানা গিয়েছে, একাধিক জায়গায় লাইনের উপর গাছ ভেঙে পড়েছে। সেই কারণে ট্রেন চলাচল হচ্ছে না। লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল। সোমবার বাতিল করা হ একাধিক লক্ষ্মীকান্তপুর-নামখানা, শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদহ-বজবজ, শিয়ালদহ-ক্যানিং, শিয়ালদহ-ডায়মন্ড হারবার, শিয়ালদহ-মাঝেরহাট, শিয়ালদহ-সোনারপুর, শিয়ালদহ-বারুইপুর, শিয়ালদহ/বারাসত-হাসনাবাদ লোকাল সহ বেশ কিছু ট্রেন এদিন বাতিল হয়েছে।
ব্যাহত মেট্রো পরিষেবাও
রিমালের দাপটে মেট্রো রেল পরিষেবাও ব্যাহত হয়েছে। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ট্র্যাকে জল জমেছে। সেই কারণে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল করছে। অন্যদিকে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করছে।