রাজীব বন্দ্য়োপাধ্যায় নিয়ে জল্পনার মাঝেই এবার আরও এক নাম। TMCথেকে BJP-তে যোগ দিতে পারেন অরুপ রায়। হাওড়ায় বিজেপির কর্মসূচি শেষে এমনই ইঙ্গিত করলেন যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। বিজেপি নেতার দাবি, শীঘ্রই বিজেপি আসছেন হাওড়ার ৭-৮ জন বিধায়ক।
চিন্তা বাড়াচ্ছে সিএএ, মতুয়াদের আশ্বস্ত করতে শাহেই ভরসা দিলীপদের
এখনও রাজীব বন্দ্য়োপাধ্যায়কে নিয়ে জল্পনা পর্বের ইতি ঘটেনি। এরই মধ্য়ে তৃণমূল ছেড়ে বিজেপি ব্রিগেডে যোগদানে নাম জড়াল তৃণমূলের মন্ত্রীর। সৌজন্যে বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এদিন বিজেপি য়ুব মোর্চার সভাপতি বলেন, হাওড়ায় সব মিলিয়ে ১৬ জন বিধায়ক রয়েছেন। যার মধ্য়ে কমপক্ষে ৭-৮জন বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। মুচকি হেসে সৌমিত্র বলেন, ''তৃণমূলের প্রতিষ্ঠাতা বাণীসিংহ রায় বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। তিন মাস আগেও জেলা প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেন সেই রায়বাবু। আগে রায়বাবু পা বাড়িয়েছিলেন। এখন ব্যানার্জিবাবুকে দেখে কিছুটা হয়তো পিছিয়ে যাবেন। কিন্তু কাউকে না কাউকে তো জয়েন করতেই হবে। রায়বাবু অথবা ব্যানার্জিবাবু নিশ্চিতভাবে কেউ একজন জয়েন করছেন এটা জেনে রাখুন।''
লক্ষ্য সোনার বাংলা', ২ তারিখ থেকে নামছে BJP-র ৪০ দল
যদিও এসব কথার কোনও ভিত্তি নেই বলে জানিয়েছেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। তিনি বলেন, ''ও আগে কংগ্রেস করত। সেখান থেকে তৃণমূল কংগ্রেসে এসে বিধায়ক হল। এখন বিজেপিতে গিয়ে সাংসদ হয়েছে। এদের কোনও নীতি আদর্শ নেই। সবাইকে নিজের মতো মনে করে। আমি এখটা আদর্শ নিয়ে চলি। একটা সাম্প্রদায়িক দলে যোগ দেওয়ার কোনও প্রশ্নই নেই। "
রাজ্য় রাজনৈতিক মহল বলছে, তৃণমূল ছেড়ে আগামী দিনে বিজেপিতে অনেক বিধায়ক যোগ দিতেই পারেন। মুকুল রায়ের হাত ধরে এই নেতারা অমিত শাহের সভায় যোগ দিলে অবাক হওয়ার কিছু নেই। এখনই বিজেপি থেকে আওয়াজ উঠেছে,২৯৪টা আসনে প্রার্থী দিতে পারবে না তৃণমূল।