scorecardresearch
 

Shantanu on Mamata: 'ভয়ে পড়ে যাচ্ছেন, কপাল ফেটে যাচ্ছে,' নাম না করে মমতাকে কটাক্ষ শান্তনুর

গত বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই নিয়েই কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। নাম না করে তিনি বলেন, 'কিছু মানুষ পড়ে যাচ্ছেন, কপাল ফেটে যাচ্ছে। আসলে তাঁদের স্নায়ু ভয়ে কাঁপছে'। তাঁর এই মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

Advertisement
নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শান্তনু ঠাকুর নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন শান্তনু ঠাকুর
হাইলাইটস
  • গত বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • নাম না করে তিনি বলেন, 'কিছু মানুষ পড়ে যাচ্ছেন, কপাল ফেটে যাচ্ছে। আসলে তাঁদের স্নায়ু ভয়ে কাঁপছে'। তাঁর এই মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
  • সংবাদমাধ্যমের সঙ্গে CAA লাগু হওয়া নিয়ে কথা বলছিলেন শান্তনু। সেই সময়েই এই মন্তব্য করেন।

গত বৃহস্পতিবার বাড়িতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই নিয়েই কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। নাম না করে তিনি বলেন, 'কিছু মানুষ পড়ে যাচ্ছেন, কপাল ফেটে যাচ্ছে। আসলে তাঁদের স্নায়ু ভয়ে কাঁপছে'। তাঁর এই মন্তব্য ঘিরে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

সংবাদমাধ্যমের সঙ্গে CAA লাগু হওয়া নিয়ে কথা বলছিলেন শান্তনু। সেই সময়েই এই মন্তব্য করেন। তিনি বলেন, 'আমি চাই সমগ্র মতুয়া সম্প্রদায় এবং উদ্বাস্তু সম্প্রদায় প্রথম শ্রেণীর নাগরিকত্ব পান। কিন্তু কিছু শয়তান শুধু মতুয়া সম্প্রদায়ের মানুষকে তাদের দাস বানাতে চায়। আজ সেই দিন শেষ আর তাতে তারা ক্ষুব্ধ হচ্ছেন। তারা এন ভয়ে কাঁপছে।' এরপরেই মুখ্যমন্ত্রীর নাম না করে শান্তনু বলেন, 'কিছু লোক মাটিতে পড়ে যাচ্ছেন। তাদের কপালে ফাটল ধরছে।' শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার বাগদা থানার অন্তর্গত হেলাঞ্চা এলাকায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন শান্তনু। সেই সময়েই এই মন্তব্য করেন তিনি। 

কেন্দ্রীয় MoS বলেন, 'তৃণমূল কংগ্রেস (TMC) সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। আমি আবার বলছি যে যদি কোনও কাগজপত্র না থাকে তবে যে কোনও রেজিস্টার্ড সামাজিক সংস্থা থেকে শংসাপত্র বা সম্পর্কিত নথিপত্র নিয়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। আমরা তাদের নাগরিকত্ব দেব। এমনকি আমিও নাগরিকত্বের জন্য আবেদন করব।'

আরও পড়ুন

শান্তনু জানান, 'আমার প্রপিতামহ মাইগ্রেশনের মাধ্যমে নাগরিকত্ব নিয়েছিলেন, আমার আবেদন করার দরকার নেই। তবে আমি আবেদন করব অপপ্রচারের কারণে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন। আমি দেখাতে চাই আবেদন করার পর সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হই কিনা।'

Advertisement