পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসনে ভোট গণনা প্রায় শেষের দিকে। এক নজরে দেখে নিন কোন আসনে কোন প্রার্থী এগিয়ে, কেই বা পিছিয়ে রয়েছেন। আর যেসব জায়গাগুলিতে ভোট গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে, সেগুলিতে কোন দলের কটা আসন জেনে নিন।
কোথায় কে এগিয়ে?
জঙ্গিপুরে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তাঁর প্রাপ্ত ভোট - ৫৪৩৪৪৯। হেরে গিয়েছেন বিজেপির ধনঞ্জয় ঘোষ। তাঁর প্রাপ্ত ভোট - ৩৩৯৮৬৮
বহরমপুরে জিতেছেন তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। প্রাপ্ত ভোট - ৩৯৮৪৩৫। বিজেপি প্রার্থী ডাঃ নির্মল কুমার সাহা হেরে গিয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট - ৩০৫৯৩১। হেরে গিয়েছেন বহরমপুরের অধীর চৌধুরীও। তাঁর প্রাপ্ত ভোট - ৩৪০৩৭৮
মুর্শিদাবাদে জিতেছেন তৃণমূলের আবু তাহের খান। হেরে গিয়েছেন মহম্মদ সেলিম (সিপিএম)।
কৃষ্ণনগরে জয়ী হয়েছেন মহুয়া মৈত্র। প্রাপ্ত ভোট - ৫৩৩৩৩২। কৃষ্ণনগর রাজ পরিবারের বধূ অমৃতা রায় পরাজিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৪৭৪৫৯৯
রানাঘাটে জগন্নাথ সরকারের কাছে মুকুটমনি অধিকারী হেরেছেন
দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায় জিতেছেন। হেরেছেন বিজেপির শীলভদ্র দত্ত ও সিপিএমের সুজন চক্রবর্তী।
ব্যারাকপুরে জয়ী হয়েছেন তৃণমূলের পার্থ ভৌমিক তাঁর প্রাপ্ত ভোট - ৩১৯৬১৩। হেরে গিয়েছেন অর্জুন সিং। তাঁর প্রাপ্ত ভোট - ২৬১৮৪০। হেরেছেন সিপিএমের দেবদূত ঘোষ (সিপিএম)।
বনগাঁয় জিতেছেন বিজেপির শান্তনু ঠাকুর। তাঁর প্রাপ্ত ভোট প্রাপ্ত ভোট - ৫৯১৫৩৮। হেরেছেন তৃণমূলের বিশ্বজিৎ দাস। পেয়েছেন ৫১৯৪৪৫ ভোট।
বারাসাতে জিতেছেন কাকলি ঘোষ দস্তিদার। প্রাপ্ত ভোট ৬৬৯০০৪। হেরে গিয়েছেন বিজেপির স্বপন মজুমদার তাঁর প্রাপ্ত ভোট - ৫৫২৩৭৩।
বসিরহাটে তৃণমূলের হাজি নুরুল ইসলাম জিতেছেন। তাঁর প্রাপ্ত ভোট - ৭১৪৪৯২। হেরেছেন বিজেপির রেখা পাত্র। তাঁর প্রাপ্ত ভোট - ৩৯৯৪৯১। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী ছিলেন নিরাপদ সর্দার।
যাদবপুরে জিতেছেন সায়নী ঘোষ। তৃণমূল প্রার্থীর প্রাপ্ত ভোট। প্রাপ্ত ভোট - ৭০৮৭০৭। হেরেছেন অনির্বান গঙ্গোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট - ৪৫১৯০৯। তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তাঁর প্রাপ্ত ভোট - ২৫২২১০।
ডায়মন্ড হারবারে রেকর্ড লিড পেয়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট প্রাপ্ত ভোট - ১০৪৮২৩০। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতিকুর রহমান হেরেছেন।
মথুরাপুরে জয়ী হয়েছেন তৃণমূলের বাপি হালদার। প্রাপ্ত ভোট - ৬৭১৬২৭। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত ও শরৎচন্দ্র হালদার অনেক ভোটে হেরেছেন।
জয়নগরে জিতেছেন তৃণমূলের প্রতিমা মন্ডল। প্রাপ্ত ভোট - ৮৭৮৪২০। বিজেপির অশোক কাণ্ডারী হেরেছেন।
হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৬০৫৫০০ ভোট পেয়ে জিতেছেন। বিজেপি ও তৃণমূলের প্রার্থীরা হেরেছেন।
উলুবেড়িয়াতে জিতেছেন সাজদা আহমেদ। ৬৮৭৩০৮ ভোট পেয়ে জিতেছেন তৃণমূল প্রার্থী। হেরে গিয়েছেন বিজেপির অরুণোদয় পালচৌধুরী। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ছিলেন আজহার মল্লিক।
হুগলিতে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে জিতেছেন রাজনীতিতে নতুন আসা রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি ৫১৬৯৩২ ভোট পেয়েছেন। লকেট পেয়েছেন ৪৭১৬৯৫টি ভোট। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী ছিলেন মনোদীপ ঘোষ।
শ্রীরামপুরে ফের জিতেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট - ২৯৯৯০২। হেরেছেন বিজেপির কবীর শঙ্কর বোস ও সিপিএমের দিপ্সিতা ধর।
আরামবাগে জিতেছেন তৃণমূলের মিতালী বাগ। হেরেছেন বিজেপির অরূপকান্তি দিগর। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী ছিলেন বিপ্লবকুমার মৈত্র।
বর্ধমান পূর্ব আসনে জিতেছেন তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার। তাঁর প্রাপ্ত ভোট - ৭১৬৮৯১। হেরেছেন বিজেপির অসীম কুমার সরকার। তাঁর প্রাপ্ত ভোট ৫৫৭৩৮৫। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী ছিলেন নীরভ খাঁ।
বর্ধমান দুর্গাপুরে কার্যত ইন্দ্রপতন হয়েছে এই লোকসভা ভোটে। জয়ী হয়েছেন তৃণমূলের কীর্তি আজাদ। তাঁর প্রাপ্ত ভোট - ৭২০৬৬৭। হেরেছেন বিজেপির দিলীপ ঘোষ। তাঁর প্রাপ্ত ভোট - ৫৮২৬৮৬। এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী ছিলেন সুকৃতি ঘোষাল।
আসানসোলে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা জিতেছেন। তাঁর প্রাপ্ত ভোট - ৬০৫৬৪৫। বিজেপির এস এস আলুওয়ালিয়া পরাজিত। তাঁর প্রাপ্ত ভোট - ৫৪৬০৮১। সিপিএমের জাহানারা খান রয়েছেন তৃতীয় স্থানে।
বোলপুরে জয়ী হয়েছেন তৃণমূলের অসিত কুমার মাল। তাঁর প্রাপ্ত ভোট - ৭৬৪৫৮০। হয়েছেন বিজেপির প্রিয়া সাহা তাঁর প্রাপ্ত ভোট - ৪৬৮১৮৬। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী ছিলেন শ্যামলী প্রধান।
বীরভূমে জয়ী হয়েছেন শতাব্দী রায়। তাঁর প্রাপ্ত ভোট ৫২৭২৯৬। বিজেপির দেবতনু ভট্টাচার্য ও কংগ্রেসের মিলটন রশিদ যথারীতি হেরেছেন।
বাঁকুড়ায় জিতেছেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। তাঁর প্রাপ্ত ভোট - ৬২০০১১। বিজেপির প্রার্থী ডাঃ সুভাষ সরকার হেরেছেন।
বিষ্ণুপুরে জয়ী হয়েছেন, বিজেপির সৌমিত্র খাঁ। হেরেছেন তৃণমূলের সুজাতা মণ্ডল।
ঝাড়গ্রামে জিতেছেন তৃণমূলের কালীপদ সোরেন। প্রাপ্ত ভোট - ৬৮৮৩৪৯। ডঃ প্রণত টুডু হেরেছেন।
পুরুলিয়ায় জিতেছেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো। হেরেছেন তৃণমূলের শান্তিরাম মাহাত।
তমলুকে হেরে গিয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। তাঁর প্রাপ্ত ভোট - ৪৯৬২৬৮। এই কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রাপ্ত ভোট - ৫৪১১০৭। তৃতীয় স্থানে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিএম)।
কাঁথিতে জয়ী হয়েছেন বিজেপির সৌমেন্দু অধিকারী। হেরেছেন উত্তম বারিক।
মেদিনীপুরে বিজেপির অগ্নিমিত্রা পালকে হারিয়েছেন তৃণমূলের জুন মালিয়া। তাঁর প্রাপ্ত ভোট প্রাপ্ত ভোট - ৬৯৭১৩৮।
ঘাটালে ব্যাপক লিডে জিতেছেন দীপক অধিকারী (দেব)। পেয়েছেন ৫৯১০৯৬ ভোট। হিরণ চট্টোপাধ্যায় পরাজিত। প্রাপ্ত ভোট - ৪৫৭৩৭৬।
কলকাতা উত্তরে জিতেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। হেরেছেন বিজেপির তাপস রায়। এই কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়েছেন প্রদীপ ভট্টাচার্য।
কলকাতা দক্ষিণে জয়ী হয়েছেন মালা রায়। প্রাপ্ত ভোট - ৪৭৪৯৭৯। হেরেছেন বিজেপির দেবশ্রী চৌধুরী। তৃতীয় স্থানে ছিলেন সায়রা শাহ হালিম (সিপিএম)।