মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর রাজ্য বিধানসভায় নতুন ধর্ষণবিরোধী বিল আনবে রাজ্য সরকার। বিলের নাম 'অপরাজিতা'। পুরোটা- 'অপরাজিতা নারী ও শিশু (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী) বিল ২০২৪।(APARAJITA Women & Child (West Bengal Criminal Laws Amendment) Bill 2024)
সোমবার (২ সেপ্টেম্বর) ধর্ষণের মামলায় দোষীদের মৃত্যুদণ্ডের প্রস্তাবকারী বিল পাশের জন্য একটি বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। এই বিলের মূল লক্ষ্য একটাই, ধর্ষকদের অল্প সময়ের মধ্যে ফাঁসির সাজা দেওয়ার আইন আনা।
গত ৯ অগাস্ট আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য তথা দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এমনই প্রেক্ষাপটে রাজ্য সরকার এই বিলটি আনছে। বিল সমর্থন করার আশ্বাস দিয়েছে রাজ্য বিজেপি। আজ অধিবেশনের প্রথম দিনে বিধানসভা করিডরে মোমবাতি জ্বেলে মৌন মিছিল করে বিজেপি। মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আর.জি.কর মেডিক্যালে পাশবিক অত্যাচারে নিহত অভয়ার বিদেহী আত্মার চিরশান্তি কামনায় বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মিছিলে উপস্থিত আছেন বিরোধী দলনেতা শ্রী @SuvenduWB pic.twitter.com/c55F4jsfJd
আরও পড়ুন
— BJP West Bengal (@BJP4Bengal) September 2, 2024
পশ্চিমবঙ্গ বিধানসভা, ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের জন্য আগামিকাল এই বিল পেশ করতে চলেছে।
মন্ত্রিসভায় বিলের প্রস্তাবে অনুমোদন
রাজ্য মন্ত্রিসভা ২৮ অগাস্ট ধর্ষণ রোধ এবং এই ধরনের অপরাধে কঠোর শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে একটি নতুন বিল আনার প্রস্তাবে অনুমোদন দেয়। 'প্রস্তাবিত বিলটি ৩ সেপ্টেম্বর বিধানসভায় পেশ করা হবে,' জানান রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়৷
রাজ্য সরকার ধর্ষকদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে বিদ্যমান আইন সংশোধন করবে: মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ধর্ষণের মতো ঘটনা তাঁর সরকার কোনওভাবেই মেনে নেবে না। তিনি বলেন, 'দোষী ধর্ষকদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে রাজ্য বিধানসভায় বিদ্যমান আইনের একটি সংশোধনী পাশ করা হবে।'
কলকাতার চিকিৎসক ধর্ষণ-খুন মামলায় সিবিআই তদন্ত
কলকাতা হাইকোর্টের নির্দেশমাফিক সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI), দু'টি সমান্তরাল তদন্ত করছে। প্রথমটি হল ধর্ষণ এবং হত্যার ঘটনা। দ্বিতীয়টি হল আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের আর্থিক অনিয়মের অভিযোগ। দুই কেসেরই তদন্তে নেমেছে সিবিআই।