scorecardresearch
 

সমবায় দুর্নীতি মামলা: রাজ্যকে ৫০ লক্ষ জরিমানার নির্দেশে স্থগিতাদেশ

সমবায় দুর্নীতিতে রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলাকে চ্যালেঞ্জ করে রাজ্য। ডিভিশন বেঞ্চে মামলা হয়। মঙ্গলবার তারই শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ। 

Advertisement
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • সমবায় দুর্নীতিতে রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়
  • এই মামলাকে চ্যালেঞ্জ করে রাজ্য
  • ডিভিশন বেঞ্চে মামলা হয়

সমবায় দুর্নীতিতে রাজ্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মামলাকে চ্যালেঞ্জ করে রাজ্য। ডিভিশন বেঞ্চে মামলা হয়। মঙ্গলবার তারই শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ। 

প্রসঙ্গত, আলিপুরদুয়ারে একটি সমবায় সমিতিতে ৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল। এই দুর্নীতিতে রাজ্যকে সিআইডি, সিবিআইয়ের হাতে তদন্তের নথি তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রাজ্য সেই নীতি তুলে দেয়নি, এই বিষয়েই তিনি প্রশ্ন তুলে ৫০ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য। তারই শুনানিতে আজ মামলাটির স্থগিতাদেশ মেলে।

গত ২৪ অগাস্ট এই দুর্নীতি তদন্তে সিবিআই ও ইডিকে তদন্ত করার নির্দেশ দেন তিনি। সিআইডি তদন্ত সংক্রান্ত কোনও তথ্য ইডি-সিবিআইয়ের কাছে তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। গত শুক্রবার এই মামলার শুনানিতে রাজ্যকে ভর্ৎসনার মুখেও পড়তে হয়। ৩ দিন সময় বেধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে নথি জমা করতে হত। ৩ দিনের মধ্যে তদন্ত শুরুর নির্দেশও দেন। 

আরও পড়ুন

রাজ্য সরকারকে চরম ভর্ৎসনা করে বিচারপতি বলেছিলেন, 'গরিবের টাকা মেরে আপনারা ছেলেখেলা করছেন? কারা এই টাকা নিয়েছে সিআইডি এতদিনেও জানে না। কিন্তু আমি জানি।' ২ সপ্তাহের মধ্যে জরিমানার অর্থ জমা করতে হবে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে বলে জানিয়েছিলেন।

এদিকে, চ্যালেঞ্জ মামলায় মঙ্গলবার ডিভিশন বেঞ্চ জরিমানা দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয়। 

Advertisement