"মাননীয়া মুখ্যমন্ত্রী তাহলে প্রকারন্তরে মেনে নিলেন যে তৃণমূলের নাম করে টাকা তোলা হয়।" ২১শে জুলাইয়ের শহিদ স্মরণের মঞ্চে টাকা তোলা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। ২১শে জুলাইকে কেন্দ্র করে গ্রামে গ্রামে টাকা তোলা হয় বলেও অভিযোগ করেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি।
মুড়িতে জিএসটি (GST) নিয়ে ২১শের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি মঞ্চে একটি ট্রে-তে মুড়ি ঢেলেও কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। মমতা বলেন,"মুড়িতে জিএসটি, চিঁড়েতে জিএসটি, চালে জিএসটি আমাদের জিনিস ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও। রোগী বিছানায় ভর্তি হলেও জিএসটি। পেট ভরাতে জিএসটি।"এর প্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা গোটা বিষয়টিকে 'মুখ্যমন্ত্রীর নাটক' বলে কটাক্ষ করেন তিনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন,"বাংলাকে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না। গরিব মানুষ গত সাত মাস ধরে কাজ করে টাকা পাচ্ছেন না। আরও কত টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র।" এর প্রেক্ষিতে পালটা সুকান্ত মজুমদার বলেন, "মুখ্যমন্ত্রী কতোটা গরীবের প্রতিনিধি তা তার পরিবারের সদস্যদের সম্পত্তির পরিমান দেখলেই বোঝা যায়। এই প্রধানমন্ত্রী গরীবের প্রধানমন্ত্রী বলেই, ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেন, বুস্টার ডোজ ফ্রিতে দিচ্ছেন, পেট্রোল ডিজেলের দাম ২ বার কমিয়েছেন, প্রকৃত গরীবের সরকার, নরেন্দ্র মোদীর সরকার।" একইসঙ্গে সিপিএম তৃণমূলকে এক বন্ধনীতে রেখেও আক্রমণ করেন সুকান্ত। আলিমুদ্দিন স্ট্রিট ও কালীঘাট পরস্পরের হাত ধরাধরি করে চলছে বলেই দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি।
আরও পড়ুন - অফিসে সহকর্মীরা আপনার কাজের ক্রেডিট নিয়ে নিচ্ছে? এভাবে করুন হ্যান্ডেল