scorecardresearch
 

মমতার মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত শুভেন্দু-রাজীব, জোর জল্পনা

আরও একধাপ দূরত্ব বাড়ল মমতা-শুভেন্দুর। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর বনিবনা এখন অলীক কল্পনা। মমতার ডাকা মন্ত্রিসভার বৈঠকে না আসায় সেই জল্পনায় সিলমোহর পড়েছে। তবে কি এবার তৃণমূল ছেড়ে আলাদা পথে শুভেন্দু?

Advertisement
শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • আরও একধাপ দূরত্ব বাড়ল মমতা-শুভেন্দুর
  • পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর বনিবনা এখন অলীক কল্পনা।
  • মমতার ডাকা মন্ত্রিসভার বৈঠকে না আসায় সেই জল্পনায় সিলমোহর পড়েছে।

আরও একধাপ দূরত্ব বাড়ল মমতা-শুভেন্দুর। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, তাতে তৃণমূলের সঙ্গে শুভেন্দু অধিকারীর বনিবনা এখন অলীক কল্পনা। মমতার ডাকা মন্ত্রিসভার বৈঠকে না আসায় সেই জল্পনায় সিলমোহর পড়েছে। তবে কি এবার তৃণমূল ছেড়ে আলাদা পথে শুভেন্দু?

অতীতেও নির্বাচনের আগে এরকম ঘটনা ঘটেছে। দলের নানা কার্যকলাপের সঙ্গে একমত হতে পারেননি শুভেন্দু অধিকারী। যদিও পরবর্তীকালে মমতার সঙ্গে ভোট ময়দানে লড়েছেন তিনি। কিন্তু রাজ্য় রাজনীতির বর্তমান বলেছে, এবার পরিস্থিতি অনেকটাই বদলেছে। বিধানসভা নির্বাচনের আগে দলের থেকে দূরত্ব রাখছেন রাজ্য়ের পরিবহণ মন্ত্রী।

গত কয়েক মাস ধরে বিভিন্ন সময় দলীয় নেতৃত্বের উপরে ক্ষোভ উগড়ে দিয়েছেন শুভেন্দু। সম্প্রতি মেদিনীপুরের সভা থেকে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন তিনি। শুভেন্দু বলেন,' দলে তার চলার পথ মসৃণ নয়,  তিনি বাধাপ্রাপ্ত হচ্ছেন।' অপরদিকে শুভেন্দুর সভাকে চ্যালেঞ্জ করে তৃণমূল একটি সভা করে। সেই সভা থেকেই তৃণমূলের নেতা মন্ত্রীরা নাম না করে শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন।

রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূল নেতৃত্বের ওপর ভীষণভাবে ক্ষুব্ধ মন্ত্রী শুভেন্দু অধিকারী। বিভিন্ন সভায় তারই প্রতিফলন দেখা গেছে বার বার। মমতার মন্ত্রিসভার বৈঠকে তিনি অনুপস্থিত থেকে দলনেত্রীকে সেই বার্তাই দিতে চেয়েছেন তিনি। তবে শুভেন্দু একা নন, মমতার বৈঠকে উপস্থিত ছিলেন না মন্ত্রী রাজীব বন্দ্য়োপাধ্যায়। কী কারণে তিনি আসেননি তা জানা যায়নি। যদিও অসুস্থ থাকার জন্য  মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং গৌতম দেব আসতে পারেননি  বলে জানা গেছে।

সম্প্রতি মঙ্গলবার নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সমাবেশে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই নাম না করে একাধিক বাক্যবান শানান তিনি। মঞ্চ থেকে নানা ইঙ্গিতপূর্ণ বক্তব্য় উঠে আসে তাঁর মুখে। শুভেন্দু বলেন, '১৩ বছর পর নন্দীগ্রামের কথা মনে পড়ল। ভোটের আগে এসেছেন, ভোটের পরে আসবেন তো।'

Advertisement

ঘটনাচক্রে সেদিনই নন্দীগ্রাম দিবস পালনে এলাকায় যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নাম না করে তিনি বলেন, দলে আমিত্ব থাকা উচিত নয়। এখানে আমি বড় নয়, আমরাটাই মূল কথা।   

 


 

Advertisement