scorecardresearch
 

'অনেকে কর্মসূচি ঘোষণা করেই পগারপার', এবার মমতাকে নিশানা শুভেন্দুর

এবার নাম না করে মমতাকে(Mamata Banerjee)নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ৭ তারিখ নন্দীগ্রামে সভা করার কথা ছিল তৃণমূলনেত্রীর। কিন্তু তা বাতিল করায় মমতাকে খোঁচা দিতে ছাড়লেন না সদ্য় তৃণমূল থেকে বিজেপিতে আসা এই নেতা। কী বললেন শুভেন্দু ?

Advertisement
শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী
হাইলাইটস
  • এবার নাম না করে মমতাকে(Mamata Banerjee)নিশানা করলেন শুভেন্দু অধিকারী
  • ৭ তারিখ নন্দীগ্রামে সভা করার কথা ছিল তৃণমূলনেত্রীর।
  • কিন্তু তা বাতিল করায় মমতাকে খোঁচা দিতে ছাড়লেন না সদ্য় তৃণমূল থেকে বিজেপিতে আসা এই নেতা।

এবার নাম না করে মমতাকে(Mamata Banerjee)নিশানা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ৭ তারিখ নন্দীগ্রামে সভা করার কথা ছিল তৃণমূলনেত্রীর। কিন্তু তা বাতিল করায় মমতাকে খোঁচা দিতে ছাড়লেন না সদ্য় তৃণমূল থেকে বিজেপিতে আসা এই নেতা। কী বললেন শুভেন্দু ?

কদিন আগেই শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে সভা করার কথা ঘোষণা করেন তৃণমূল নেত্রী। যা শুনে পাল্টা মুখ্য়মন্ত্রীকে চ্যালেঞ্জ করেন মেদিনীপুরে 'বেতাজ বাদশা'। তিনি বলেন,''আমি জানি উনি এখানে এসে আমার সম্পর্কে কী কী বলবেন। আমি পাল্টা ৮ জানুয়ারি সভা করে ওনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব।'' ঘটনাচক্রে দেখা যায়, আগে সভা করার কথা ঘোষণা করলেও সেই ভাবনা থেকে সরে আসে তৃণমূল। যা নিয়ে এদিন মুখ্য়মন্ত্রীকে খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু। এক অনুষ্ঠানে তিনি বলেন, ''অনেকে তো কর্মসূচি ঘোষণা করেই পগারপার। বলছে পরে করব। পরে করলে আবার করব।''   

উত্তপ্ত নন্দীগ্রাম! শুভেন্দুর ব়্যালিতে যোগ দিতে গিয়ে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ

সম্প্রতি নন্দীগ্রামে ৭তারিখ মমতার সভা করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র তথা পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায় বলেন, নন্দীগ্রামের রামনগরের বিধায়ক অখিল গিরি করোনা আক্রান্ত। তার অনুপস্থিতিতে নন্দীগ্রামে সভা করতে চাইছে না দল। তবে কোনওভাবেই নন্দীগ্রামে মমতার সভা বাতিল করা হয়নি। শীঘ্রই সেখনে সভা হবে।

যদিও তৃণমূলনেত্র্রীর এই সভার দিন বাতিল নিয়ে মুখ খুলেছে বিজেপি। ফুট কেটেছেন বিজেপির একাধিক নেতা। এবার সেই কটাক্ষ ব্রিগেডে নাম লেখালেন শুভেন্দুও। যদিও শুভেন্দুর এই মন্তব্যকে কুরুচিকর বলে মনে করছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে এই ধরনের কথা অত্যন্ত কুরুচিকর।  

 'তিন ভিন্ন ধর্মে ৩ বার বিয়ে করেছেন,' লাভ জিহাদ নিয়ে অমর্ত্য সেনকে নিশানা দিলীপের

Advertisement

বিজেপিতে যোগ দেওয়ার পরে এদিন প্রথম নন্দীগ্রামে কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর। তবে এটি কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না। একটি ধর্মীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থকেরা আসেন। কিন্তু অভিযোগ, আসার সময়ে তাদের উপর হামলা হয়। যার উত্তর দিয়েছেন মেদিনীপুরের দোর্দণ্ডপ্রতাপ নেতা। তিনি বলেন, আমার মন পরে রয়েছে আক্রান্তের কাছে। যেসব জিহাদিদের জন্য় এই ঘটনা ঘটল ,তা মেনে নেওয়া হবে না। রাতে ফের আসবেন তিনি।

 

 

Advertisement