পূর্ব বর্ধমানের পুলিশ সুপার কামনাশিস সেনকে সম্প্রতি বদলি করা হয়েছে। আর তাঁর রাজকীয় বিদায়ী সংবর্ধনা ঘিরে শুরু হয়েছে জোর তরজা। জানা গিয়েছে, একটি হোটেলে তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। তাতে পুলিশ সুপারের গাড়ি দড়ি দিয়ে টানতে এবং ফুল ছড়াতে দেখা গিয়েছে। এই সংবর্ধনার ভিডিও এক্সে (টুইটারে) শেয়ার করে তীব্র কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশ সুপারের রাজকীয় সংবর্ধনা দেওয়ার ঘটনাকে তিনি লজ্জাজনক বলে অভিহিত করেছেন।
টুইটারে বিরোধী দলনেতা লিখেছেন, 'সরকারের সাম্প্রতিক প্রশাসনিক রদবদল রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে ৩১ জন আইপিএস ও ২০ জন আইএএস অফিসারকে বদলি করা হয়েছে। পূর্ব বর্ধমানের এসপি শ্রী কমনাশিশ সেনকে হুগলি গ্রামীণ পুলিশ জেলার এসপি হিসাবে বদলি করা হয়েছে। তাঁর নেতৃত্ব এবং সাংগঠনিক দক্ষতা পঞ্চায়েত নির্বাচনের সময় সম্পূর্ণরূপে প্রদর্শিত হয়েছিল। যখন তিনি পূর্ব বর্ধমান জেলার টিএমসি প্রার্থীদের পক্ষে ভোট লুট এবং বুথ কারচুপিতে সহায়তা করেছিলেন। এখন প্রশাসন তাঁর দক্ষতা কাজে লাগিয়ে হুগলি জেলার বালি খাদানগুলি চালাতে চায়। যাতে টিএমসি-র নেতারা অবৈধ বালি খনিগুলি সুষ্ঠুভাবে চলতে পারে।'
শুভেন্দু লিখেছেন,'বর্ধমানের বিলাসবহুল হোটেল সিনক্লেয়ার্সে নিজের জন্য একটি বিদায়ী পার্টির আয়োজন করেছিলেন কামনাশিস সেন। চলে যাওয়ার আগে সহকর্মীদের সঙ্গে একটি সন্ধ্যা কাটানো ঠিক আছে। তবে তিনি কীভাবে অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন তা দেখুন। রথযাত্রার সময় ভক্তরা যেভাবে ভগবান জগন্নাথের রথকে টেনে নিয়ে যান, একইভাবে তাঁর বাহন দড়ি দিয়ে টানা হচ্ছিল। ভক্তদের জায়গায় সিভিক ভলান্টিয়াররা ছিলেন, যারা তুচ্ছ ৯০০ টাকা বেতন পান। ভিলেজ পুলিশ কর্মীরা যারা গত ১০ বছরে কোনও ইনক্রিমেন্ট পাননি এবং কনস্টেবলরা, যারা তাঁদের ন্যায্য ৩৬ শতাংশ ডিএ থেকে বঞ্চিত হচ্ছেন।'
এরপরই শুভেন্দুর প্রশ্ন, 'কামনাশিস সেন নিজেকে কী মনে করেন? পূর্ব বর্ধমান জেলার রাজা এখন হুগলি জেলায় তাঁর রাজ্য প্রতিষ্ঠা করতে যাচ্ছেন? এই ভিডিওটি একটি সম্পূর্ণ লজ্জাজনক এবং আপত্তিকর, যা একজন ব্যক্তি যিনি পাবলিক সার্ভিসের একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত আছেন তার সঙ্গে খাপ খায় না।'